দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৬:৪১

আপডেট: ১০ আগস্ট, ২০২৫ ১৬:৪২

শেয়ার

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ 
কোরিয়ার সাথে ১-১ গোল সমতায় প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

লাওসের ভিয়েনতিয়েনে অনুষ্ঠিতব্য এএফসি অ-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সমানুপাতিক লড়াই করে বাংলাদেশের অ-২০ নারী ফুটবল দল। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় জিইয়ে রাখল ম্যাচ জয়ের আত্মবিশ্বাস।

 

ম্যাচের শুরুতেই বাংলাদেশ আক্রমণাত্মক মনোভাব দেখায়। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা সুযোগ তৈরি করলেও প্রথম শট গোলরক্ষকের বাধায় ব্যর্থ হয়। তবে ১৫ মিনিটে কোরিয়ার বিপক্ষে এক ঝলক দেখায় বাংলাদেশ। সাগরিকা ও শান্তি মার্ডি সঙ্গেই কৌশলে বক্সে বল ঢুকিয়ে দেন, যেখানে শ্রীমতী তৃষ্ণা রাণী সহজে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। গ্যালারিতে উপস্থিত বাংলাদেশি সমর্থকেরা উল্লাসে মাতোয়ারা হন।

 

কিন্তু এই লিড বেশিক্ষণ টিকেনি। মাত্র তিন মিনিটের মধ্যে কোরিয়ার দ্রুতগতির আক্রমণ বাংলাদেশের রক্ষণে ফাঁক থেকে ব্যবধান শূন্য করে। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার শাসন করলেও কোরিয়ার দমবন্ধ করা আক্রমণ বেশিক্ষণ সহ্য করতে পারেননি। গোলরক্ষক স্বর্ণা রাণী এই সময় বেশ কয়েকটি বিপজ্জনক শট রুখে দেন। ইনজুরি সময়ে পোস্ট থেকে অনেকটা দূরে এসে বল প্রতিহত করা ছিলো তার অন্যতম সেরা পারফরম্যান্স।

 

বাংলাদেশের কোচ পিটার বাটলার প্রথমার্ধেই দুই পরিবর্তন আনেন। গত ম্যাচের হিরো শান্তি মার্ডিকে দ্রুত বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কোরিয়া দলও তাদের এক পরিবর্তন এনেছিল।

 

ম্যাচের পুরো সময়ে বাংলাদেশ রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেনি, বরং সমান সুযোগ নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কোরিয়া ছিল শারীরিক ও গতি দিক থেকে শক্তিশালী, তবে বাংলাদেশের নারী ফুটবলাররা যে মানসিক দৃঢ়তা ও সাহস দেখিয়েছে, তা খুবই প্রশংসনীয়।

 

এএফসি অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে ৩২ দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিন রানার্সআপ দল আগামী বছর থাইল্যান্ডে মূল পর্ব খেলবে।

 

বাংলাদেশ ও কোরিয়া দুই দলই সমান ৭ পয়েন্ট এবং গোল ব্যবধান ১০, কিন্তু বাংলাদেশের গোল সংখ্যা কোরিয়ার চেয়ে একগোল বেশি হওয়ায় গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। আজকের ম্যাচ ড্র করলে বাংলাদেশ এই গ্রুপের শীর্ষস্থান দখল করবে। তবে বাংলাদেশ হারে হলেও তারা সেরা তিন রানার্স আপের দৌড়ে থাকবে। এর জন্য অপেক্ষা করতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলের।