শিরোনাম

অনূর্ধ্ব–২০ নারী দলের সামনে আজ নতুন ইতিহাসের ডাক। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ নারী ফুটবলে সাফল্যের ধারা এবার ছোটদের হাত ধরেও এগিয়ে যেতে পারে। গত মাসে ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সিনিয়র নারী দল। সেই উচ্ছ্বাসের রেশ এখন অনূর্ধ্ব–২০ দলের শিবিরেও। আজ (১০ আগস্ট) বেলা তিনটায় এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামবে তারা, প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।
পরিস্থিতি এমন আজ ড্র করলেই প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ। ৩৩ দল নিয়ে বাছাইপর্ব চলছে আটটি গ্রুপে ভাগ হয়ে, যেখানে প্রতি গ্রুপের সেরা দল ও সেরা তিন রানার্সআপ খেলবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরে।
‘এইচ’ গ্রুপে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। লাওসকে হারিয়েছে ৩–১ ব্যবধানে আর পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে ৮–০ ব্যবধানে। সমান জয় ও সমান ছয় পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়াও আছে সমানতালে, তারা লাওসকে হারিয়েছে ৪–০ ব্যবধানে এবং পূর্ব তিমুরকে ৬–০ গোলে। ফলে দুই দলের গোল পার্থক্যই +১০। তবে গোলসংখ্যায় সামান্য এগিয়ে বাংলাদেশ ১১ বনাম দক্ষিণ কোরিয়ার ১০ গোল। এই এক গোলের সৌজন্যে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে আফঈদা-সাগরিকারা।
আজ যদি ম্যাচ ড্র হয়, দুই দলই একটি করে পয়েন্ট পাবে। সেক্ষেত্রে গোলসংখ্যার ভিত্তিতে শীর্ষে থেকেই এশিয়ান কাপের মূলপর্বের টিকিট কেটে ফেলবে বাংলাদেশ। এমনকি হারলেও সুযোগ আছে রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকলে নিশ্চিত হবে স্বপ্নযাত্রা।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষের অভিজ্ঞতা ও শক্তি বিশ্লেষণে এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের মেয়েরা দেখিয়েছে আক্রমণাত্মক ফুটবল খেলার ক্ষমতা। তাই আজকের ম্যাচে শুধু প্রতিরোধ গড়াই নয়, ইতিহাস গড়ারও সুযোগ আছে তাদের সামনে।
আরও পড়ুন: