শিরোনাম

বাছাইপর্বে জয় দিয়ে সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব–২০। ছবি: সংগৃহীত।
লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাস গড়ার পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। বুধবার (৬ জুলাই) ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব–২০ উইমেনস এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে পিটার জেমস বাটলারের শিষ্যরা। সাগরিকার জোড়া গোল আর মুনকি আক্তারের এক গোল নিশ্চিত করেছে লাল-সবুজের জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। কিক অফের পর কয়েক মিনিটের মধ্যেই কর্নার আদায় করলেও সুযোগ কাজে লাগানো যায়নি। ১৪তম মিনিটে তৃষ্ণা রানীর শট গোলরক্ষকের হাতে জমে গেলে হতাশ হয় দল। তবুও চাপ অব্যাহত রাখে সাগরিকা-তৃষ্ণারা। অবশেষে ৩৬তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে ডেডলক ভাঙেন সাগরিকা, এগিয়ে দেয় দলকে।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ একইভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৫৮তম মিনিটে ডানদিক দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। লাওসের রক্ষণ ভাঙতে এদিন একাধিকবার হুমকি দেন বাংলাদেশি ফরোয়ার্ডরা, তবে কিছু প্রচেষ্টা পোস্টের বাইরে চলে যায় কিংবা রুখে দেন গোলরক্ষক।
বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলের জন্য ম্যাচটা ছিল অনেকটা নিশ্চিন্ত। তবুও ৭০তম মিনিটে লাওসের আন্না কেও ওনসির শট ঠেকিয়ে দেন তিনি। তবে ৮৭তম মিনিটে ওনসির কাছেই গোল হজম করতে হয়, যা লাওসকে ফেরার সুযোগ করে দিয়েছিল।
কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই লাওসের আশা শেষ করে দেন সাগরিকা। গোলমুখে সতীর্থের পাস প্রথম টাচে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি, পূর্ণ করেন নিজের জোড়া গোল এবং নিশ্চিত করেন ৩-১ ব্যবধানের জয়।
এই জয়ের ফলে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৮ আগস্ট) পূর্ব তিমুরের মুখোমুখি হবে । দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরে বাছাই শুরু করা পূর্ব তিমুরের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে লাল-সবুজের ২০২৬ এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা।
আরও পড়ুন: