শিরোনাম

নতুন ক্লাব পেলেন অ্যালি ওয়াট, কিন্তু আপাতত থাকছেন অরল্যান্ডোতেই। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক ফুটবলজুড়ে দলবদলের মৌসুম মানেই নানা নাটকীয়তা। এবার সেই রকম এক অধ্যায় লিখলেন ফরোয়ার্ড অ্যালি ওয়াট। অরল্যান্ডো প্রাইডের হয়ে এনডব্লিউএসএল চ্যাম্পিয়নশিপ জেতা এই ফরোয়ার্ডকে ২০২৬ সালের নতুন দল ডেনভার সামিট এফসিতে ট্রেড করেছে ক্লাবটি।
তবে মজার বিষয় হলো ডেনভারে নাম লেখালেও ২০২৫ মৌসুমটা ওয়াট কাটাবেন অরল্যান্ডোতেই, ধারে। আর এই চুক্তির মধ্য দিয়েই ডেনভার সামিট এফসির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন ২৮ বছর বয়সী এই কলোরাডো-কন্যা।
অন্যদিকে অরল্যান্ডো প্রাইড এই চুক্তির বদলে পেয়েছে ৭৫ হাজার ডলার বর্ধিত অ্যালোকেশন মানি (যা ২০২৭ সাল পর্যন্ত খরচ করা যাবে) এবং অতিরিক্ত ৩৭,৫০০ ডলার ট্রান্সফার মানি। পাশাপাশি ওয়াটকে ধার দেওয়া চুক্তির মাধ্যমে কিছুটা স্যালারি ক্যাপ ছাড় ও পাচ্ছে তারা।
ওয়াট চলতি মৌসুমে অরল্যান্ডোর হয়ে ১৩ ম্যাচ খেলে করেছেন ১ গোল ও ১ অ্যাসিস্ট। তবে সম্প্রতি গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি।
ডেনভার সামিট এফসির জেনারেল ম্যানেজার কার্ট জনসন জানিয়েছেন, দলের গঠনে কলোরাডোর স্থানীয় প্রতিভার ওপর জোর দেওয়া হবে, আর আলি ওয়াট তার আদর্শ উদাহরণ।
“কলোরাডো বরাবরই প্রতিভাবান খেলোয়াড়দের জন্ম দিয়েছে। সেই শেকড় থেকেই আমরা গড়তে চাই আমাদের পরিচয়,” মে মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন জনসন।
ওয়াট নিজেও বেড়ে উঠেছেন কলোরাডো স্প্রিংসে, যেখানে ফুটবলের পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও ছিলেন রাজত্বে। বহু স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছেন স্প্রিন্টিংয়ে।
চলতি বছরই এনডব্লিউএসএলে চালু হয়েছে এক ক্লাব থেকে অন্য ক্লাবে ধার দেওয়ার সুযোগ। এই নীতির আওতায়ই ওয়াটের এই অস্থায়ী ফেরত অরল্যান্ডোতে। ডেনভার সামিট এবং বস্টন লিগ্যাসি দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য এই রোস্টার বিল্ডিং সিস্টেম চালু করেছে এনডব্লিউএসএল।
এই দুই দলকে সর্বোচ্চ ১.০৬৫ মিলিয়ন ডলার পর্যন্ত অ্যালোকেশন মানি ব্যবহারের অনুমতি দিয়েছে লিগ, যেটা সাধারণ স্যালারি ক্যাপ ও ট্রান্সফার লিমিটের বাইরেও খরচ করা যাবে।
শেষ খবর অনুযায়ী, ডেনভার সামিট এফসি তাদের প্রথম কোচ হিসেবে সাবেক ম্যানচেস্টার সিটি ও নিউইয়র্ক সিটি এফসির কোচ নিক কাশিংয়ের সঙ্গে চূড়ান্ত আলোচনায় রয়েছে।
ডেনভারে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যালি ওয়াটের নাম ইতিহাসে লেখা হয়ে গেলো।
আরও পড়ুন: