শিরোনাম
.jpg)
অনূর্ধ্ব-২০ এশিয়ান মিশনে উড়াল দিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে আরেকটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ। জুলাইয়ের শুরুতে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর এবার দেশের অনূর্ধ্ব-২০ নারী দল রওনা হয়েছে লাওসের উদ্দেশে। ৬ থেকে ১০ আগস্ট অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিচ্ছে তারা।
দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। আজ দুপুর দেড়টায় থাইল্যান্ড হয়ে লাওসের বিমান ধরেন তিনি ও তার সতীর্থরা। থাইল্যান্ডে প্রায় দেড় ঘণ্টার যাত্রাবিরতি শেষে দল পৌঁছাবে ভিয়েনতিয়ানে।
বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া এবং তিমুর লেস্তে। শক্তির বিচারে দক্ষিণ কোরিয়া গ্রুপের ফেভারিট। এ কারণে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ রানার্সআপ হওয়া এবং সর্বোচ্চ পয়েন্ট ও গোল ব্যবধানে সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া।
প্রথম ম্যাচ ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে, যেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কোচ পিটার বাটলার। ম্যাচটিতে হারলে কার্যত গ্রুপে বাংলাদেশের সুযোগ শেষ হয়ে যাবে। এরপর বাকি দুই ম্যাচ, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াইটা হতে পারে এশিয়ান কাপের জন্য প্রস্তুতিরও মঞ্চ।
তবে যাত্রাপথের শুরুতে একটা ব্যতিক্রম নজর কাড়ে। সাধারণত টিম কন্টিনজেন্টের সবাই টিম কিট পরে থাকেন—এটাই নিয়ম ও অলিখিত ঐতিহ্য। কিন্তু বিমানবন্দরে ফটোসেশনে দলের হেড কোচ পিটার বাটলারকে দেখা যায়নি, কারণ তিনি ছিলেন সাধারণ পোশাকে। দেশের সংস্কৃতি ও ফুটবল কাঠামো নিয়ে আগেও মন্তব্য করে আলোচনায় এসেছেন বাটলার, তবে নিজের পেশাদার আচরণে কখনও কখনও ব্যত্যয় ঘটান তিনিও। যদিও এসব ত্রুটির দিকে ফেডারেশনের নজর খুব একটা পড়ে না।
আরও পড়ুন: