শিরোনাম
.jpg)
উরুগুয়েকে হারিয়ে কোপার তৃতীয় স্থান আর্জেন্টিনার। ছবি: সংগৃহীত।
কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ভাগ্যে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। তবে প্লে-অফে এসে ঘুরে দাঁড়াল তারা। শুক্রবার (১ আগস্ট) ইকুয়েডরের কুইটোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়েছে আর্জেন্টিনার নারী দল।
এই জয়ের মাধ্যমে পরপর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার আসরে তৃতীয় হয়ে শেষ করল আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ জার্মান পোর্তানোভা বলেন, “এই দল আমার স্বপ্নকেও ছাড়িয়ে গেছে। আমরা এই কোপা আমেরিকায় অপরাজিত থেকে ফিরছি, এটা গর্বের।”
প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল উত্তেজনায় ভরা। ২৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলদানা কোমেত্তি। কিন্তু ১১ মিনিট পরেই সমতায় ফেরে উরুগুয়ে—গোল করেন এসপেরাঞ্জা পিজারো। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে হাফ-টাইমের আগে জুলিয়ানা ভিয়েরা গোল করে উরুগুয়েকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন, চাপে পড়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে উরুগুয়ে রক্ষণে ভরসা রাখলেও, ৮০ মিনিটে পেনাল্টি হজম করে বসে তারা। স্পট কিক থেকে গোল করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো। এরপর অতিরিক্ত সময়ে কোনো গোল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্টিনা নেয় নিখুঁত ৫টি শট। উরুগুয়ের হয়ে চতুর্থ শটটি মিস করেন স্টেফানি লাকোস্তে সেই এক ভুলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। ম্যাচ শেষে কোমেত্তি বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। উরুগুয়ে শক্ত প্রতিপক্ষ, তবে আমরা নিজেদের লক্ষ্যটা ভুলিনি।”
তিনি আরও যোগ করেন, “আমরা চাইনি পেনাল্টি পর্যন্ত গড়াক, তবে আজ জয় পেয়ে খুশি। ইচ্ছা করছিল এই জয়টা সেমিফাইনালে আসুক, তবু আমরা গর্বিত।”
উরুগুয়ের কাছে এটি হত আরও একবার সেরা ফলাফল ২০০৬ সালের পর তাদের কোপায় এটি হতো যুগ্মভাবে সেরা স্থান। তবে ভাগ্য সহায় হয়নি শেষ মুহূর্তে।
এদিকে, কোপা আমেরিকা ফেমেনিনার ফাইনালে আজ (২ আগস্ট) কুইটোর এস্তাদিও রোদ্রিগো পাস ডেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া।
আরও পড়ুন: