শিরোনাম
1.jpg)
সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলারের সাথে আফঈদা খন্দকার। ছবি: সংগৃহীত।
মিয়ানমারে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলের নয় ফুটবলার এবার নামছেন নতুন মঞ্চে, এবার বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে। আগামী শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ, আর এরই মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে।
এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, যিনি বয়সভিত্তিক এই দলেরও নেতৃত্বে থাকছেন। কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলার।
এবারের সাফ আসরে বাংলাদেশ খেলবে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় চার দল নিয়েই হবে টুর্নামেন্ট। লিগ পদ্ধতিতে দুই পর্বে মোট ছয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
জাতীয় দলের হয়ে এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া নয় ফুটবলার এবার খেলবেন এই প্রতিযোগিতাতেও। তাঁরা হলেন—
🔸 গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার
🔸 ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), জয়নব বিবি
🔸 মিডফিল্ডার: মুনকি আক্তার, স্বপ্না রানী
🔸 ফরোয়ার্ড: মোসাম্মৎ সাগরিকা, নবীরন খাতুন, উমেহলা মারমা
অধিনায়ক আফঈদা বলেন, ‘চেষ্টা করব শিরোপা ধরে রাখতে। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে সমীহ করে নামতে হবে।’
এর আগে ২০১৮ সাল থেকে হওয়া এই প্রতিযোগিতার পাঁচ আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুধু ২০২২ সালে রানার্সআপ হয়েছিল তারা।
টানা ম্যাচ খেলায় কিছুটা শারীরিক চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাসে ভরপুর লাল-সবুজের মেয়েরা। এশিয়ান কাপে ইতিহাস গড়ার পর এবার লক্ষ্য ঘরের মাঠে ট্রফি ধরে রাখা।
📌 সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২4, ঢাকা
🗓️ শুরু: ১৪ জুন (শুক্রবার)
🏟️ চার দল: বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা
📊 লিগ পদ্ধতিতে ৬ রাউন্ডে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: স্বর্ণ রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার
ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশি খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার
ফরোয়ার্ড: নবীরন খাতুন, উমেহলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, পূজা দাস।
আরও পড়ুন: