কক্সবাজার থেকে থিম্পু: নারী ফুটবলে রিপার অনুপ্রেরণাময় যাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৩:২৭
শেয়ার
বাংলাদেশের নারী ফুটবলার শাহিদা আক্তার রিপা। ছবি: সংগৃহীত।
থিম্পুতে ভুটানের আরটিসি উইম্যান এফসি–তে যোগ দিয়ে নতুন এক অধ্যায় শুরু করলেন বাংলাদেশের ফরোয়ার্ড রিপা আক্তার। গত শুক্রবার (৮ আগস্ট) পৌঁছে পরদিনই অনুশীলনে অংশ নেন তিনি।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, “রিপা একজন প্রতিভাবান ফরোয়ার্ড। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলে নতুন গতি ও শক্তি যোগ করবেন এবং টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
রিপার এই অর্জন ইতোমধ্যে তার নিজ এলাকা কক্সবাজারে আনন্দ ও গর্বের ঢেউ তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুভকামনার বন্যা বইছে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসেন বলেন— “রিপার এই অর্জন আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, সে অনেক দূর এগিয়ে যাবে এবং তার অনুপ্রেরণায় কক্সবাজার থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”
স্থানীয় ক্রীড়া সংগঠক শামসুল আলম সোহাগ মনে করেন, বয়সভিত্তিক নারী ফুটবল দল থেকে শুরু করে জাতীয় দলে রিপার ধারাবাহিক পারফরম্যান্স অনুকরণীয়, আর এ ধারা অব্যাহত থাকুক।
রিপার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তার ভাই ফারুক হোসেন বলেন, “অনেক বাধা ডিঙ্গিয়ে রিপা আজকের অবস্থানে এসেছে। দেশকে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারে, সেই কামনা করি। সবাই বোনের জন্য দোয়া করবেন।”
সব কিছু ঠিক থাকলে আসছে ১৭ আগস্ট লাওসে শুরু হতে যাওয়া এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে আরটিসি উইম্যান এফসি–র হয়ে প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে রিপাকে।