স্বস্তির জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৫৫

শেয়ার

স্বস্তির জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
গোলের পর উদযাপনে ইউনাইটেডের ফুটবলারেরা। ছবি: সংগৃহীত।

ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটা শুরু থেকেই নাটকীয়তায় ভরা ছিল। ম্যাচের শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিরতির আগেই কাসেমিরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সমান সংখ্যক খেলোয়াড়ে নেমে আসে দুই দল।


মাইলফলক ছোঁয়া গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফের্নান্দেস। এরপর ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো নিজেই। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ট্রেভো শ্যালাবার গোলে ব্যবধান কমালেও জয়ের পথ আটকে রাখতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ইউনাইটেড।


এই জয়ে খানিকটা স্বস্তি ফিরে পেয়েছেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। মৌসুমের বাজে শুরুতে প্রবল চাপের মুখে ছিলেন তিনি, এমনকি গুঞ্জন উঠেছিল চেলসির কাছে হারলে চাকরি হারাতে হতে পারে পর্তুগিজ কোচকে। তাই চেলসির বিপক্ষে তিন পয়েন্ট অর্জন অ্যামুরি ও তার শিষ্যদের জন্য বড় প্রাপ্তি।


আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের ধাক্কা কাটিয়ে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ইউনাইটেডের। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।