নগরপ্রতিদ্বন্দী এভারটনকে হারিয়ে লিভারপুলের পাঁচে পাঁচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৭

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৩

শেয়ার

নগরপ্রতিদ্বন্দী এভারটনকে হারিয়ে লিভারপুলের পাঁচে পাঁচ
গোলের পর রায়ান গ্রাভেনবার্চকে নিয়ে সালাহর উল্লাস। ছবি: সংগৃহীত।

প্রতিপক্ষ বদলাচ্ছে, ভেন্যুও পাল্টাচ্ছে। তবে এবারের প্রিমিয়ার লিগে বদলায়নি একটি জিনিস, লিভারপুলের দুর্দান্ত ফর্ম। জয় নিয়ে মাঠ ছাড়াকে আর্নে স্লটের শিষ্যরা যেন অভ্যাস বানিয়ে ফেলেছে ।

 

অ্যানফিল্ডে শনিবার (২০ সেপ্টেম্বর) নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষেও থেমে থাকেনি অল রেডদের জয়ের ধারা। ম্যাচটা জিতেছে ২-১ গোলে। রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকে একটি করে গোল করেন লিভারপুলের হয়ে, এভারটনের পক্ষে ব্যবধান কমান ইদ্রিসা গানা গেয়ে।

 

লিগে এখন পর্যন্ত লিভারপুল খেলেছে ৫ ম্যাচ, আর সবকটিই জিতে নিয়েছে। শতভাগ জয়ের রেকর্ড এই মুহূর্তে কেবল তাদেরই দখলে। ১৫ পয়েন্ট নিয়ে দৃঢ়ভাবেই তারা বসে আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

 

ম্যাচের শুরুটা ছিল একেবারেই লিভারপুলের নিয়ন্ত্রণে। ১০ মিনিটে মোহাম্মদ সালাহর ক্রস থেকে চমৎকার লব শটে পিকফোর্ডকে পরাস্ত করেন গ্রাভেনবার্চ। এরপর নিজেই তৈরি করেন দ্বিতীয় গোলের সুযোগ। তার নিখুঁত পাস থেকে গোল করেন একাদশে প্রথমবার সুযোগ পাওয়া একিতিকে।

 

যদিও ৫৮ মিনিটে দুর্দান্ত এক শটে গেয়ের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এভারটন, তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা মেলেনি তাদের। শেষ সময়ে চাপ বাড়ালেও লিভারপুলের ডিফেন্স ভাঙতে পারেনি তারা। ভির্টৎসকে রুখে দেন তারকোভস্কি, আর গ্রিলিশের ভলি চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে।

 

শেষ বাঁশি বাজতেই অ্যানফিল্ডে শোনা যায় কেবল লিভারপুল সমর্থকদের জয়ধ্বনি, একইসঙ্গে অটুট থাকল তাদের শতভাগ সাফল্যের রেকর্ড।