শিরোনাম
.jpg)
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। ছবি: সংগৃহীত।
কখনো “ম্যানচেস্টার ইজ রেড” ছিল গর্বের স্লোগান, এখন তা যেন কেবল স্মৃতিচারণ। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ডার্বিতে ম্যানচেস্টার সিটির দাপটে ভেসে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগের আধিপত্য। নতুন মৌসুমের প্রথম ডার্বিতেও সেই গল্পের পুনরাবৃত্তি, ইতিহাদে ৩-০ গোলে ভরাডুবি রেড ডেভিলদের।
প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি ইউনাইটেডের। চার ম্যাচে মাত্র একটি জয়, একটি ড্র আর দুটি হারে পয়েন্ট তালিকায় চতুর্দশ স্থানে নেমে গেছে তারা। সমর্থকদের হতাশা তীব্র হচ্ছে প্রতিটি ম্যাচেই।
কোচ হুবেন অ্যামুরি অবশ্য পরাজয়ের মাঝেও খুঁজে নিচ্ছেন উন্নতির ইঙ্গিত। তার দাবি, ইউনাইটেড আগের চেয়ে ভালো খেলছে, কিন্তু ফলাফলে প্রতিফলন মিলছে না। তিনি বলেন, “আমি জানি সমর্থকরা ফলাফল দেখেই বিচার করেন। তবে বলব, আমরা আসলে এগোচ্ছি। কষ্টটা সবচেয়ে বেশি হচ্ছে আমারই।” অ্যামুরির ভাষায়, ফুটবলারদের নিবেদন নিয়ে প্রশ্ন নেই। দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন, যদিও বারবার জোর দিচ্ছেন নিজের খেলার দর্শনের ওপর।
গত নভেম্বর এরিক টেন হাগকে সরিয়ে আনা হয়েছিল অ্যামুরিকে। কিন্তু প্রায় এক বছর পরও বদলায়নি ভাগ্যচক্র। প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে জয় এসেছে মাত্র ৮টিতে। সমালোচনা এখন নিত্যসঙ্গী, বিশেষ করে তার ৩-৪-৩ ফর্মেশন নিয়ে। তবুও একচুল নড়তে নারাজ ইউনাইটেড কোচ। তিনি বলেন, “আমি নিজের দর্শন বদলাব না। যদি ধরন বদলানোর প্রয়োজন মনে হয়, তাহলে কোচ বদলান।”
পেপ গুয়ার্দিওলার মতো কোচের বিপক্ষে লড়াই যে কঠিন, তা স্বীকার করলেন অ্যামুরি। “আমরা ছয়বারের প্রিমিয়ার লিগজয়ী কোচের দলের বিপক্ষে খেলেছি। আমাদের এখনো দল গড়ার চেষ্টা চলছে।” পরাজয়ের পরও তিনি ফুটবলারদের সমালোচনা করেননি। বরং দায় নিজের ঘাড়ে টেনে নিয়ে বলেছেন, “আমাদের আরও দৌড়াতে হতো কি না, মাঝেমধ্যে প্রশ্ন ওঠে। কিন্তু আজ সেটা হয়নি। দায় আমার, খেলোয়াড়দের নয়।”
আরও পড়ুন: