সালাহর ৯৫ মিনিটের গোলে লিভারপুলের চারে চার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:২৫

আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩০

শেয়ার

সালাহর ৯৫ মিনিটের গোলে লিভারপুলের চারে চার
লিভারপুলের জয়ের নায়ক মোহাম্মদ সালাহ। ছবি:সংগৃহীত।

টার্ফ মুরে যেন হতাশার ছায়াই ঘনিয়ে উঠেছিল লিভারপুল শিবিরে। পজেশন থেকে শুরু করে গোলমুখী আক্রমণ, সব জায়গায় আধিপত্য করেও নির্দিষ্ট ৯০ মিনিটে বার্নলির জাল ভেদ করতে ব্যর্থ হয়েছিল তারা। সমর্থকদের মনে তখন প্রশ্ন জাগতে শুরু করেছে, তবে কি টানা জয়ের ধারা ভাঙতে চলেছে আর্নে স্লটের দল?

 

শেষ দৃশ্যপটে মঞ্চে আবির্ভাব হলো মোহাম্মদ সালাহর। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার নিখুঁত স্পটকিকেই বদলে গেল সব হিসাব। স্বস্তির নিশ্বাস ফেলল ‘অল রেডস’।

 

প্রিমিয়ার লিগে রোববারের (১৪ সেপ্টেম্বর) এই ম্যাচে লিভারপুলের জয় ১-০ গোলের, যা এনে দিল টানা চতুর্থ সাফল্য। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন এককভাবে শীর্ষে। তিন পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে আর্সেনাল।

 

পুরো ম্যাচে লিভারপুলের দাপট ছিল চোখে পড়ার মতো। বল দখলে তারা নিয়ন্ত্রণে রাখে প্রায় ৮০ শতাংশ সময়, গোলের উদ্দেশে নেয় ২৭টি শট। তবে লক্ষ্যে থাকে মাত্র চারটি। বিপরীতে বার্নলির চেষ্টা ছিল তিনবার, যার কোনোটিই গোলমুখে যাচ্ছিল না।

 

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে নিউক্যাসল থেকে আসা আলেকসান্দার ইসাক ছিলেন না স্কোয়াডে। তবু লিভারপুলের আক্রমণভাগের দাপট থামানো যায়নি। প্রথম আধা ঘণ্টায় সাতবার চেষ্টা করেও লক্ষ্যভেদ হয়নি। কর্নার থেকে আসেনি ফল, এমনকি অ্যান্ডি রবার্টসনের ৩৯ মিনিটের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বার্নলি গোলরক্ষক মার্তিন।

 

দ্বিতীয়ার্ধেও লিভারপুল একতরফা চাপ ধরে রাখে। সোবোসলাইয়ের দূরপাল্লার প্রচেষ্টা কিংবা বক্সের ভেতরে নড়াচড়া, সবই শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছিল। ৮৪তম মিনিটে বার্নলি আরও বিপদে পড়ে; দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন ফরাসি মিডফিল্ডার লেসলি উগুচুকয়ু।

 

সংখ্যাগত সুবিধা নিয়েও গোল আসছিল না, যতক্ষণ না হানিবাল মেজব্রির হাতে বল লেগে পেনাল্টি আদায় করে নেয় অতিথিরা। গোলমুখে দাঁড়িয়ে শান্তভাবে দায়িত্ব পালন করলেন সালাহ। এই মৌসুমে চার ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল দুইয়ে, আর লিভারপুলও টানা জয়ে রইল অপ্রতিরোধ্য।