ক্ষতবিক্ষত হাল্যান্ড!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫১

শেয়ার

ক্ষতবিক্ষত হাল্যান্ড!
আহত অবস্থায় নিজেই ছবি আপলোড দিয়েছেন হাল্যান্ড। ছবি: সংগৃহীত।

আর্লিং হলান্ড মাঠের বাইরে এক অদ্ভুত ঘটনায় আহত হয়েছেন। নরওয়ে জাতীয় দলের বাসের দরজায় ধাক্কা খেয়ে মুখে চোট পান তিনি। এতে ঠোঁটের নিচে ফেটে যায় তাঁর মুখ, সেলাই নিতে হয় তিনটি।

 

২৪ বছর বয়সী ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার নিজেই বিষয়টি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে। সেখানে কাটা দাগের ছবি পোস্ট করে মজার ছলেই লিখেছেন, “বাসের দরজায় ধাক্কা খেলাম, ৩টা সেলাই। কাটা দাগটা দেখতেও খারাপ লাগছে না।”

 

নরওয়ের সংবাদমাধ্যম ভিজি রিপোর্ট জানিয়েছে, টিম বাস থেকে নামার সময় গাড়ির লাগেজ দরজায় আঘাত পান হলান্ড। তবে চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে তারা।

 

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মলদোভার মুখোমুখি হবে নরওয়ে। এর আগে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান হলান্ড। চার ম্যাচে চার জয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে রয়েছে স্তোল সোলবাকেনের শিষ্যরা।

 

আন্তর্জাতিক বিরতি শেষে ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ড নামবেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।