গার্দিওলার কৌশলের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে আত্মবিশ্বাসী দোন্নারুম্মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৯

শেয়ার

গার্দিওলার কৌশলের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে আত্মবিশ্বাসী দোন্নারুম্মা
ম্যানচেস্টার সিটির নতুন গোলরক্ষক জিইয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি: সংগৃহীত।

পেপ গার্দিওলার ফুটবল মানেই পেছন থেকে আক্রমণ গড়া। রক্ষণভাগ থেকে বল ধরে রেখে, ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ভেঙে দেওয়া। এমনকি গোলরক্ষকের কাছ থেকেও প্রত্যাশা থাকে নিখুঁত পায়ের ব্যবহার। ম্যানচেস্টার সিটিতে এতদিন সে দায়িত্বটা সামলেছেন এদেরসন। পায়ের কাজে অসাধারণ দক্ষতার কারণে গার্দিওলার সবচেয়ে বড় ভরসার জায়গা ছিলেন তিনি।

 

কিন্তু ফেনারবাচেতে পাড়ি জমানোর মধ্য দিয়ে শেষ হলো এদেরসন–যুগ। এবার পোস্টের নতুন কাণ্ডারি ইতালিয়ান জিয়ানলুইজি দোন্নারুম্মা। পিএসজি থেকে যোগ দিয়েছেন পাঁচ বছরের চুক্তিতে। সিটিতে তার আগমন যেন এক নতুন অধ্যায়ের সূচনা।

 

২৬ বছর বয়সী দোন্নারুম্মা বিশ্বমানের গোলরক্ষক হলেও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে গার্দিওলার জটিল কৌশলের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন তো? বিশেষ করে, বল পায়ে খেলার ক্ষেত্রে যেখানে তার সমালোচনা হয়েছে বারবার।

 

জাতীয় দলের ক্যাম্প থেকে দোন্নারুম্মা অবশ্য জানালেন আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, “আমি সবসময় দলকে সাহায্য করার চেষ্টা করি। যেখানে উন্নতি দরকার, সেখানে কাজ করব। কোচ যা চাইবেন, সেটিই করব। গার্দিওলার হাতে আমরা দারুণ কিছু করব আমি নিশ্চিত।”

 

পিএসজিতে চার মৌসুম কাটিয়ে দোন্নারুম্মা জিতেছেন একের পর এক শিরোপা। প্রতিবারই লিগ ওয়ান চ্যাম্পিয়ন, আর গত মৌসুমে ট্রেবল। ২০২১ সালের ইউরো জয়েও ছিলেন ইতালির নায়ক, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তবে আলোয় ভেসে ওঠা এই ক্যারিয়ারেই ছায়া ফেলেছে কিছু ভুল বিশেষত বল পাস দেওয়ার মুহূর্তগুলোতে।

 

নিজের সীমাবদ্ধতা মানতে দ্বিধা করেন না দোন্নারুম্মা। তিনি বলেন, “১৬ বছর বয়সে শুরু থেকে আজ পর্যন্ত অনেক কিছু অর্জন করেছি। ভুলও হয়েছে। কিন্তু সেই ভুলের ভেতর দিয়েই আমি শিখেছি, আর সামনে আরও ভালো হব।”

 

গার্দিওলার দলে গোলরক্ষকের কাজ শুধু বল ঠেকানো নয়; আক্রমণের প্রথম ধাপ গড়ার দায়িত্বও তার। এদেরসন সেই ভূমিকায় ছিলেন অতুলনীয়। এবার দোন্নারুম্মার সামনে সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার।