শিরোনাম

ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। ছবি: সংগৃহীত।
ক্লাব ফুটবলে দলবদলের বাজারে যে কোনো সময়ই আসতে পারে বড়সড় চমক। এবার সেই চমক দিল ম্যানচেস্টার সিটি। ফরাসি জায়ান্ট পিএসজির সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা আসছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিবিরে।
২৬ বছর বয়সী এই ইতালিয়ান স্টপার গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন মৌসুমে কোচ লুইস এনরিকের পরিকল্পনায় জায়গা পাননি। ক্লাবটি লিলে থেকে নিয়ে এসেছে তরুণ ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েকে, যাকে নতুন মৌসুমে প্রথম পছন্দের কিপার বানানোর ঘোষণা দিয়েছেন এনরিকে। ফলে অবধারিতভাবেই সরে দাঁড়াতে হলো দোনারুম্মাকে।
প্রথমদিকে মনে করা হচ্ছিল, ম্যানসিটিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা কম, বিশেষ করে নিয়মিত নাম্বার ওয়ান কিপার এডারসন থাকা অবস্থায়। কিন্তু ইংলিশ সংবাদ সংস্থা পিএ জানাচ্ছে, শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং খুব শিগগিরই সিটির জার্সি গায়ে দেখা যাবে দোনারুম্মাকে।
অবশ্য এই মৌসুমের শুরুতে সিটির আস্থার জায়গায় ছিলেন তরুণ ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। বার্নলি থেকে আনা এই কিপার প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে সুযোগ পেলেও কোচ পেপ গার্দিওলার প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। সেখানেই দোনারুম্মার অভিজ্ঞতা ও ক্লাসিক সেভিং ক্ষমতাকে ভরসা হিসেবে দেখছে সিটি।
দোনারুম্মার আগমন মানে সিটির রক্ষণভাগে আরও বাড়তি নিশ্চয়তা। প্রিমিয়ার লিগের ব্যস্ত মৌসুম আর ইউরোপীয় মঞ্চের লড়াইয়ে এমন একজন গোলকিপার পাওয়া নিঃসন্দেহে গার্দিওলার জন্য স্বস্তির খবর।
আরও পড়ুন: