ইউনাইটেড ছেড়ে চেলসিতে এলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ২০:০৮

শেয়ার

ইউনাইটেড ছেড়ে চেলসিতে এলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো
চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। ছবি: সংগৃহীত।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন আলেহান্দ্রো গার্নাচো। আর্জেন্টাইন এই তরুণ উইঙ্গার ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে নাম লিখিয়েছেন চেলসিতে। ২০৩২ সাল পর্যন্ত ব্লুজদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

 

২০২০ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসা গার্নাচো ইউনাইটেডের জার্সিতে খেলেছেন ১৪৪ ম্যাচ, করেছেন ২৬ গোল। ক্যারিয়ারের উজ্জ্বল মুহূর্তগুলোর একটি ছিল গত বছরের এফএ কাপ ফাইনাল, ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে এনে দেন শিরোপা। তবে ইউরোপা লিগ ফাইনালে টটেনহামের বিপক্ষে বেঞ্চে বসে থাকা এবং পরবর্তীতে কোচ হুবেন অ্যামুরির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তার ভবিষ্যৎ নিয়ে জোরালো প্রশ্ন তোলে। প্রাক-মৌসুমে দলের সঙ্গে অনুশীলনে না থাকাই তখন রটনাকে আরও পুষ্ট করে।

 

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। চেলসির সঙ্গে চুক্তিতে ইউনাইটেড ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে ১০ শতাংশ সেল-অন ক্লজও রেখেছে। নতুন যাত্রা শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত গার্নাচো। তিনি বলেন, “আমার এবং আমার পরিবারের জন্য এটি বিশেষ মুহূর্ত। বিশ্বের সেরা দলে যোগ দেওয়াটা সত্যিই অনন্য অভিজ্ঞতা। আমি ক্লাব বিশ্বকাপ দেখেছি, আর এখন সেই বিশ্বচ্যাম্পিয়ন দলের অংশ হতে পারা গর্বের। মাঠে নামার অপেক্ষায় আছি।”

 

এদিকে ইউনাইটেডের কথিত ‘বম্ব স্কোয়াড’ থেকে আরেকজনের বিদায় হলো গার্নাচোর মধ্যে দিয়ে। এর আগে রাশফোর্ডও দল ছেড়েছেন। তালিকায় আছেন আরও কয়েকজন, জেডন সানচো, টাইরেল ম্যালাসিয়া এবং এন্টনি। স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস ইতোমধ্যে এন্টনিকে দলে ভেড়ানোর আলোচনা শুরু করেছে।