মৌসুমের প্রথম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ০২:০৫

আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ ০২:১২

শেয়ার

মৌসুমের প্রথম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচ জয়ের নায়ক পর্তুগিজ মিডফিল্ডার (মাঝে) ব্রুনো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত।

প্রিমিয়ার লিগের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ছিল বেশ কষ্টসাধ্য। প্রথম দুই ম্যাচে জয়হীন, লিগ কাপ থেকে চতুর্থ স্তরের গ্রিমসবির কাছে বিদায়, সব মিলিয়ে কোচ হুবেন অ্যামুরির  ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছিল।

 

সাবধানতার সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে বার্নলির বিপক্ষে শনিবারের (৩০ আগস্ট) ম্যাচটা তাই একেবারে মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই ম্যাচে নাটকীয় জয় তুনে নিল ইউনাইটেড। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত গোলে শেষ হাসি হাসে অ্যামুরির দল। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় এনে দেন ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা।

 

এই জয়ের সঙ্গে তিন ম্যাচে চার পয়েন্টে পৌঁছে কিছুটা হলেও চাপ কমল অ্যামুরির ওপর। আন্তর্জাতিক বিরতির আগে অন্তত মাঠ ছাড়ার আগে জয় নিয়ে মাঠে ফিরে গেলেন খেলোয়াড়রা।

 

তবে জেতা মানেই সব ঠিক ছিল না। ২৭ মিনিটে কাসেমিরোর হেড শট বারে লেগে ফিরে আসে। ভাগ্যবশত প্রতিপক্ষ জশ কালেনের শরীরে লেগে বল জালে ঢুকে গেলে এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু রক্ষণভাগে অস্থিরতা এবং গোলকিপিং দুর্বলতা আবারও ব্যর্থতার ঝুঁকি তৈরি করেছে।

 

বার্নলি ফেরানো দুই গোলের মাধ্যমে সমতায় ফিরিয়ে আনলেও, ৫৭ মিনিটে ব্রায়ান এমবিউনোর অসাধারণ শট ইউনাইটেডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। তবে ৬৬ মিনিটে আবার সমতা ফেরায় বার্নলি।

 

শেষ নাটকীয় মুহূর্তটি আসে আমাদ দিয়ালোর ফাউলের পর। ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পরে রেফারি পেনাল্টি দেন। আগের ম্যাচে মিস হওয়া পেনাল্টি এবার ঠিকঠাক নিশানা খুঁজে পান ব্রুনো ফার্নান্দেস। সেই গোলেই ইউনাইটেড নিশ্চিত করে মৌসুমের প্রথম লিগ জয়।