শিরোনাম

লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন নিউক্যাসেল ফরোয়ার্ড গর্ডন। ছবি: সংগৃহীত।
লিভারপুলের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ড দেখে নিজের ভুল স্বীকার করেছেন নিউক্যাসেল ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। সোমবার (২৫ আসস্ট) সেন্ট জেমস পার্কে ৩–২ ব্যবধানে হারের পর সতীর্থ ও সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের পায়ের পেছনে বেপরোয়া ট্যাকল করে বসেন গর্ডন। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের পর রেফারি সাইমন হুপার সেটিকে লাল কার্ডে উন্নীত করেন।
১০ জন নিয়ে খেলেও নিউক্যাসেল দুই গোলে পিছিয়ে থেকে সমতায় ফিরেছিল। কিন্তু শেষ মুহূর্তে লিভারপুলের ১৬ বছর বয়সী উইঙ্গার রিও নুগুমোহার ১০০তম মিনিটের গোল শিরোপাধারীদের জয় এনে দেয়।
“আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি শুধু খেলায় শক্তি আনতে চেয়েছিলাম, কিন্তু ট্যাকলটি ভুল সময়ে হয়ে গেছে,” লিখেছেন ২৪ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। তিনি ভ্যান ডাইককের কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন।
নিউক্যাসেলের পরবর্তী ম্যাচ শনিবার (৩০ আগস্ট) লিডস ইউনাইটেডের মাঠে।
আরও পড়ুন: