শিরোনাম

লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় চোট পেয়ে কাতরাচ্ছেন সাকা। ছবি: সংগৃহীত।
আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড বুকোয়া সাকার জন্য হ্যামস্ট্রিংয়ের চোট যেন পিছু ছাড়ছে না। এই চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে চার সপ্তাহের মতো।
বিবিসির খবরে বলা হয়েছে, আগামী রোববার (২৪ আগস্ট) লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে সাকাকে পাওয়া যাবে না আর্সেনালের। এছাড়া ইংল্যান্ডের জার্সিতে আগামী মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচেও তার খেলার সম্ভাবনা অনিশ্চিত।
লিডস ইউনাইটেডের বিপক্ষে গত শনিবার (২৩ আগস্ট) ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে চোট পান ২৩ বছর বয়সী রাইট উইঙ্গার। দলের দ্বিতীয় গোল করার পর ৫৪তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।
গত মৌসুমে হ্যামস্ট্রিং চোটে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন সাকা, যা আর্সেনালের জন্য বড় ধাক্কা হয়েছিল। সেই মৌসুমে লন্ডনের দলটি রানার্স-আপ হয়েছিল।
এদিকে লিডস ম্যাচে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোরও। অ্যানফিল্ডে তার খেলার বিষয়েও রয়েছে অনিশ্চয়তা।
শেষ তিন মৌসুমে রানার্স-আপ হওয়া আর্সেনালের এবারের মৌসুমের শুরু ভালোই হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডসকে হারিয়ে আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা।
আরও পড়ুন: