এক হালি গোলে দুর্দান্ত মৌসুম শুরু করল লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১২:২৪

শেয়ার

এক হালি গোলে দুর্দান্ত মৌসুম শুরু করল লিভারপুল
জোতাকে উৎসর্গ করা জয় দিয়ে মৌসুম শুরু লিভারপুলের। ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হলো চ্যাম্পিয়ন লিভারপুলের রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে। আবেগঘন সূচনায় প্রয়াত তারকা দিয়েগো জোতাকে স্মরণ করেন ফুটবলার, সমর্থক থেকে শুরু করে সবাই। তবে খেলার মাঝেই ঘটে বর্ণবাদী আচরণের ঘটনা। সেই আঘাতের জবাব মাঠেই দেন বোর্নমাউথ ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও। তবুও শেষ হাসিটা হাসে লিভারপুল, ৪-২ গোলের জয় নিয়েই মৌসুম শুরু করল আর্নে স্লটের শিষ্যরা।

 

অ্যানফিল্ডে শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতের ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও  সালাহ। অন্যদিকে বোর্নমাউথের হয়ে জোড়া গোল করেন সেমেনিও।

 

ম্যাচ শুরুর আগে কয়েক মিনিটের নীরবতায় স্মরণ করা হয় এক মাস আগে স্পেনে দুর্ঘটনায় প্রয়াত হওয়া জোতাকে। খেলা শুরু হতেই লিভারপুল একের পর এক আক্রমণ চালায়। প্রথমে সালাহর শট ঠেকান বোর্নমাউথ গোলরক্ষক, পরে ফন ডাইকের হেড বার ঘেঁষে বাইরে যায়। এর মধ্যেই সেমেনিওর প্রতি দর্শকসারিতে বর্ণবাদী আচরণে খেলা কিছু সময় বন্ধ থাকে। উভয় দলের অধিনায়ক ও কোচরা মিলে পরিস্থিতি সামাল দেন।

 

অবশেষে ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-আলিস্টারের সঙ্গে সমন্বয় করে গোল করেন একিতিকে। দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। তবে হাল ছাড়েনি বোর্নমাউথ। ৬৪ মিনিটে ও ৭৬ মিনিটে দুই দফায় জালে বল পাঠিয়ে সমতায় ফেরান সেমেনিও।

 

তবে শেষ সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৮৮ মিনিটে বদলি হিসেবে নামা ফেদরিকো চিয়েসা ভলিতে দলকে আবার এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে গোল করেন সালাহ। এর ফলে প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। অ্যান্ড্রু কোলের সঙ্গে তার গোলসংখ্যা এখন সমান ১৮৭টি। তার সামনে আছেন শুধু ওয়েইন রুনি, হ্যারি কেইন ও অ্যালান শিয়ারার।