শিরোনাম
.jpg)
সন হিউং-মিনের বিদায়ে টটেনহ্যামের নতুন অধিনায়ক এখন ক্রিস্টিয়ান রোমেরো। ছবি: সংগৃহীত।
টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হলেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো। দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের বিদায়ের পর এই দায়িত্ব পেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। গত দুই মৌসুম ধরে সন ছিলেন স্পার্সের অধিনায়ক এবং গত মে মাসে ইউরোপা লিগ জিতে দলের ১৭ বছরের ট্রফি খরা ঘোচানোর মুহূর্তে তিনিই ট্রফি উঁচিয়ে ধরেন। তবে এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন সন।
রোমেরো এর আগে দুই মৌসুম ধরে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন তিনি, যেখানে প্রথমার্ধে নেতৃত্ব দেন এবং দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামেন সন। এবার পূর্ণকালীন অধিনায়কত্বের আসনে বসলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার, যিনি ২০২১ সালে ইতালিয়ান ক্লাব আটালান্তা থেকে স্পার্সে যোগ দিয়েছিলেন।
নতুন টটেনহ্যাম ম্যানেজার থমাস ফ্র্যাঙ্ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি কুটি রোমেরোর সঙ্গে ভালো একটি আলোচনা করেছি এবং তিনি আমাদের নতুন অধিনায়ক হবেন। এ নিয়ে তিনি খুবই সম্মানিত ও খুশি। একটি বড় ক্লাবকে মাঠে নেতৃত্ব দেওয়া, শুধু সুপার কাপেই নয়, পুরো মৌসুমে এটি বিশাল দায়িত্ব।”
ফ্র্যাঙ্ক আরও বলেন, “তার মধ্যে নেতৃত্বের সব গুণ আছে। মাঠে তার আচরণ, সতীর্থদের সামনে এগিয়ে নেওয়ার মানসিকতা এবং মাঠের বাইরে দলের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা সবই তাকে এই ভূমিকার জন্য উপযুক্ত করেছে।”
আগামী বুধবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই'র বিপক্ষে উয়েফা সুপার কাপে প্রথমবারের মতো টটেনহ্যামকে অধিনায়ক হিসেবে মাঠে নামাবেন রোমেরো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা এই ডিফেন্ডারের সামনে এটি হবে নতুন দায়িত্বে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।
আরও পড়ুন: