শিরোনাম

সেসকো ডিল চূড়ান্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: সংগৃহীত।
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ঝড় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই তালিকায় এবার যুক্ত হলেন স্লোভেনিয়ান স্ট্রাইকার বেনজামিন সেসকো। রেড বুল লাইপজিগের সঙ্গে প্রায় ৭৩.৭ মিলিয়ন পাউন্ড (৮৫ মিলিয়ন ইউরো) মূল্যের চুক্তিতে তাকে আনছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
চুক্তির মধ্যে ৬৬.৩ মিলিয়ন পাউন্ড নিশ্চিত পরিশোধ এবং বাকি অর্থ পরবর্তীতে অ্যাড-অনস আকারে দেওয়া হবে। শুক্রবার সেসকোর মেডিকেল হওয়ার কথা, এরপরই আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন তিনি।
মাত্র ২২ বছর বয়সী এই তারকা ইতোমধ্যেই ইউরোপে নিজের জাত চিনিয়েছেন। লাইপজিগের হয়ে ৮৭ ম্যাচে ৩৯ গোল, তারুণ্যে পরিপূর্ণ এমন একজন স্ট্রাইকারকে দলে ভেড়াতে চেয়েছিল নিউক্যাসলও। কিন্তু শেষ হাসি হেসেছে ইউনাইটেড।
চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফারে ইউনাইটেডের আগ্রাসী ভূমিকাও প্রশংসার দাবিদার। এর আগে মাথেউস কুনহা এবং ব্রায়ান এমবিউমোকে দলে নিয়েছে, দুইজনের জন্য খরচ হয়েছে মোট ১৩০ মিলিয়ন পাউন্ড। তবে সবকিছুই এমনভাবে সাজানো যে, ক্লাবের ব্যালান্সে চাপ পড়ছে না।
মার্কাস র্যাশফোর্ডের বার্সেলোনায় ধারে যাওয়ার ফলে তার ৩২৫,০০০ পাউন্ড/সপ্তাহের বেতনের পুরোটা এখন কাতালান ক্লাব বহন করছে। এদিকে চেলসির কাছ থেকে ৫ মিলিয়ন পাউন্ড পেয়েছে ইউনাইটেড, কারণ তারা শেষ মুহূর্তে জাদন সানচোর চুক্তি থেকে সরে এসেছে।
আরও আছে চমক। সম্ভাবনা আছে যে, আলেহান্দ্রো গারনাচোকে ৫০ মিলিয়নে বিক্রি করে আরও অর্থ সংগ্রহ করবে ক্লাবটি। তাকে নিয়ে চেলসির আগ্রহ তুঙ্গে। সেইসঙ্গে গত মৌসুমের মূল স্ট্রাইকার রাসমুস হøইলুন্ড হয়তো ৪০ মিলিয়নে বিক্রি হয়ে যেতে পারেন, কারণ দুই মৌসুমে মাত্র ১৪টি প্রিমিয়ার লিগ গোল পেয়েছেন তিনি।
নিউক্যাসলের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ তারা আগেই হুগো একিতিকেকে হারিয়েছে লিভারপুলের কাছে। এবার সেসকোকেও হাতছাড়া করতে হল তাদের, তাও সেই ইউনাইটেডের কাছে, যাদের সঙ্গে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা তীব্র।
উল্লেখ্য, ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের মধ্যে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বর্তমানে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় সেসকো। ৩৯ গোল করে তিনি শীর্ষে, এক ধাপ নিচে জুড বেলিংহাম, এরপর ফ্লোরিয়ান ভির্টজ।
শারীরিকভাবে শক্তিশালী, আকাশে দাপুটে, গতি ও ফিনিশিংয়ে দক্ষ এই স্ট্রাইকারকে অনেকেই এরলিং হালান্ডের উত্তরসূরি মনে করছেন। শুধু সালজবুর্গের ইতিহাস নয়, খেলায়ও মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা এবার আশায় বুক বাঁধতেই পারেন এবার হয়তো পুরনো সোনালি দিনের মতো, আক্রমণভাগে আবারও ফিরবে সেই ভয়ঙ্কর ধার।
আরও পড়ুন: