ম্যাডিসনের চোটে টটেনহ্যামের মিডফিল্ডে বড় ধাক্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ২০:৫৪

আপডেট: ৭ আগস্ট, ২০২৫ ২১:২২

শেয়ার

ম্যাডিসনের চোটে টটেনহ্যামের মিডফিল্ডে বড় ধাক্কা
গুরুতর চোটে মৌসুম থেকে ছিটকে গেলেন জেমস ম্যাডিসন। ছবি: সংগৃহীত।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হাঁটুর বড় ধরনের চোটে পড়েছেন টটেনহ্যাম হটস্পারের মাঝমাঠের গুরুত্বপূর্ণ তারকা জেমস ম্যাডিসন। হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্ট (এএসিএল) ছিঁড়ে যাওয়ায় প্রায় পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হতে পারে ২৮ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারকে।

 

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় নিউক্যাসলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই চোট পান ম্যাডিসন। ম্যাচ শেষে কোচ থমাস ফ্রাঙ্ক জানান, এটি সেই হাঁটু যেটির চোটের কারণেই ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি ম্যাডিসন।

 

ইতোমধ্যে লন্ডনে ফিরে পরীক্ষানিরীক্ষা করিয়েছেন তিনি। সেই ফলেই নিশ্চিত হয়েছে, আশঙ্কাই সত্যি চিড় ধরেছে হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্টে। এখন অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন এই ইংলিশ মিডফিল্ডার।

 

২০২৩ সালে লেস্টার সিটি থেকে টটেনহ্যামে যোগ দেওয়ার পর গত মৌসুমেই নিজেকে প্রমাণ করেন ম্যাডিসন। ৪৫ ম্যাচে ১২ গোল করা মিডফিল্ডার ছিলেন দলের আক্রমণের মূল চালিকা শক্তি। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ২০২৪ সালে সর্বশেষবার মাঠে নামেন তিনি।

 

থমাস ফ্রাঙ্কের জন্য এটি একরকম দুঃসংবাদ। আগেই জানা গিয়েছিল, কোরিয়ান তারকা সন হিউং-মিন চলতি মৌসুমে ক্লাব ছাড়বেন। তাই এক মৌসুমে দুই মূল খেলোয়াড় হারানো টটেনহ্যামের জন্য নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ।

 

তবে ফ্রাঙ্ক ও তার দল বসে থাকছে না। আক্রমণভাগে বিকল্প খুঁজছে তারা। নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইটকে আনার চেষ্টা চলছিল, যদিও এখন পর্যন্ত সফল হয়নি।

 

এদিকে, সদ্য ওয়েস্ট হ্যাম থেকে আসা মোহাম্মদ কুদুস মাঝমাঠে খেলতে পারেন, এমন একটি বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন। তবু ম্যাডিসনের ঘাটতি পূরণে টটেনহ্যামকে বাজারে বড়সড় পদক্ষেপ নিতেই হবে।