শিরোনাম

চুক্তি নিয়ে অনিশ্চয়তায় আলেকজান্ডার ইসাকের ভবিষ্যৎ। ছবি: সংগৃহীত।
নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক ব্যক্তিগত ট্রেনিং শেষে ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে, লিভারপুল তার জন্য ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেয় নিউক্যাসল।
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার সম্প্রতি স্পেনের সান সেবাস্তিয়ানে নিজের সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের ট্রেনিং গ্রাউন্ডে আলাদা ট্রেনিং করেছেন। এ সময় তিনি নিউক্যাসলের প্রি-সিজন এশিয়া সফরে যাননি, বরং উরুতে চোটের অজুহাত দেখিয়ে নিজস্ব ফিজিও ও স্টাফ নিয়ে পুনর্বাসনে মনোনিবেশ করেন।
তবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন জানা গেলো লিভারপুল শুক্রবার ১১০ মিলিয়ন পাউন্ড ও অ্যাড-অনসহ প্রস্তাব পাঠায়। যদিও অফারটি ১২০ মিলিয়নের কম হওয়ায় নিউক্যাসল তা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে। তারা ইসাকের দাম নির্ধারণ করেছে ১৫০ মিলিয়ন পাউন্ড।
ইসাকের ভবিষ্যৎ নিয়ে তৈরি অনিশ্চয়তা মাথায় রেখেই নিউক্যাসল বিকল্প ভাবনায় এগিয়ে গেছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগের ফরোয়ার্ড বেনজামিন সেসকোকে দলে নিতে শনিবার সকালে তারা ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব পাঠায়। সেসকোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডও আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন লাইপজিগের স্পোর্টস ডিরেক্টর মার্সেল শেফার।
নিউক্যাসলের কোচ এডি হাও জানিয়েছেন, "আমি শুনেছি একটি প্রস্তাব এসেছে এবং সেটি ফেরত দেওয়া হয়েছে। বাকি বিষয়গুলো ইংল্যান্ডে ক্লাবের অন্য কর্মকর্তারা সামলাচ্ছেন।"
তবে কোচ আরও জানান, ইসাক যে স্পেনে অনুশীলন করছেন, সেটি তিনি প্রথমে মিডিয়া থেকেই জেনেছেন। "আমি মিডিয়ার মাধ্যমেই জেনেছি সে কোথায়। এর বাইরে কিছু বলাও কঠিন," মন্তব্য করেন হাও।
সূত্রমতে, ইসাক ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছে যে, চলতি ট্রান্সফার উইন্ডোতে সে বিকল্প সম্ভাবনা দেখতে চায়।
প্রিমিয়ার লিগে আগামী ২৫ আগস্ট সোমবার ‘মনডে নাইট ফুটবল’ ম্যাচে নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল যেখানে ইসাককে নিয়েই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে এই নাটকীয়তা।
আরও পড়ুন: