২০ বছর ম্যানইউতে থাকতে চান আমোরিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

২০ বছর ম্যানইউতে থাকতে চান আমোরিম
ম্যানচেস্টার ইউনাইটেডে আরও ২০ বছর থাকার স্বপ্নে বিভোর রুবেন আমোরিম। ছবি: সংগৃহীত।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম নিজের ভবিষ্যৎ নিয়ে যেমন আত্মবিশ্বাসী, তেমনি ক্লাবের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওল্ড ট্র্যাফোর্ডে অন্তত ২০ বছর থাকার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।

 

তবে এই স্বপ্ন বাস্তবায়ন যে মোটেও সহজ নয়, সেটাও জানেন আমোরিম। ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে কোনো কোচই টিকতে পারেননি তিন বছরের বেশি। গত এক দশকে ডেভিড ময়েস, লুই ফন গাল, হোসে মরিনহো, ওলে গুনার সোলশায়ের থেকে শুরু করে এরিক টেন হাগ সবাইকে বিদায় নিতে হয়েছে ফলাফল বা দলের ভেতরের সংকটের কারণে। এ অবস্থায় ২০ বছরের পরিকল্পনা নিঃসন্দেহে সাহসী ও ব্যতিক্রমধর্মী।

 

২০২৩ সালের নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণ মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন এই পর্তুগিজ কোচ। যদিও তার অভিষেকটা খুব সুখকর ছিল না প্রিমিয়ার লিগে ইউনাইটেড গত মৌসুম শেষ করেছে ১৫তম স্থানে, যা আধুনিক যুগে ক্লাবটির সবচেয়ে বাজে পারফরম্যান্স।

 

তবু আমোরিম হাল ছাড়ছেন না। জানিয়েছেন, তার ক্যারিয়ারে ‘ভাগ্য সবসময় পাশে থেকেছে’ এবং এবারও সময় ও ফলাফলই ঠিক করবে কতদিন তিনি থাকবেন। তবে তার ইচ্ছা দীর্ঘমেয়াদি কিছু গড়ার, যা ইউনাইটেডকে আবার শীর্ষে নিয়ে যাবে।

 

তিনি বলেন, ক্লাবটির অতীত, ঐতিহ্য ও সমর্থকদের আবেগই বড় শক্তি। চ্যাম্পিয়নস লিগে না খেলেও ক্লাবের অর্থনৈতিক ভিত্তি মজবুত বলে মনে করেন আমোরিম। তার ভাষায়, "যেসব কিছু টাকা দিয়ে কেনা যায় না, সেগুলো ইউনাইটেডের আছে পেডিগ্রি, ঐতিহ্য, এবং সমর্থকরা। এবং টাকা? সেটাও আছে। ভবিষ্যতে আরও বেশি থাকবে।"

 

বর্তমান সিইও ওমর বেরাদার নেতৃত্বে ক্লাব যে আর্থিক দিক দিয়ে সুসংহত হওয়ার পথে, সেটিও উল্লেখ করেছেন তিনি। তবে তিনি জোর দিয়েছেন সংস্কৃতির বদলের উপর। তার মতে, শুধু অর্থ ও ঐতিহ্য যথেষ্ট নয় দলের মধ্যে একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে হবে, তবেই পুরনো জায়গায় ফিরে যেতে পারবে ইউনাইটেড।

 

এই সংস্কৃতি বদলের অংশ হিসেবে, আমোরিম গঠন করেছেন ছয় সদস্যের একটি নতুন নেতৃত্ব দল। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ছাড়াও রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, হ্যারি ম্যাগুইয়ার, দিওগো দালত, টম হিটন ও নুসায়ের মাজরাউই। আমোরিম বলেন, "এবার দলীয় ছোটখাটো সমস্যা এই ছয়জন সামলাবে। আগের মৌসুমে এসব আমাকেই সামলাতে হতো। এবার তাদেরকে বলেছি এগুলো তোমাদের দায়িত্ব।"

 

তাছাড়া তিনি চালু করেছেন নতুন কিছু নিয়ম-কানুন। সময়ানুবর্তিতা, অনুশীলনের গতি ও মনোযোগ সব কিছুর ওপর জোর দিয়েছেন তিনি। খেলোয়াড়দের শিশু না ভেবে প্রাপ্তবয়স্ক হিসেবে ট্রিট করতে চান, তবে যারাই নিয়ম ভাঙবেন, তাদেরকে সবার সামনে ফুটেজ দেখিয়ে ত্রুটি ধরিয়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি।

 

"আমি শুধু কথায় বলি না, প্রমাণ দেখাই," বলেন আমোরিম। "একবার খারাপ অনুশীলন করলে আমি ক্লিপ দেখাবো পুরো দলের সামনে। কথা কম, প্রমাণ বেশি।"

 

এই অনুশীলন-ভিত্তিক সংস্কৃতি, নেতৃত্ব কাঠামো এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য সব মিলিয়ে রুবেন আমোরিম এখন ইউনাইটেডকে নতুন পথ দেখানোর মিশনে।