শিরোনাম
.jpg)
রামসডেলকে এক মৌসুমের জন্য দলে নিল নিউক্যাসল ইউনাইটেড। ছবি: সংগৃহীত।
প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন পূরণ হলো ইংলিশ গোলরক্ষক অ্যারন রামসডেলের। সাউদাম্পটন থেকে এক মৌসুমের ধারে তাকে দলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। চুক্তিতে স্থায়ীভাবে কেনার অপশনও রেখেছে ক্লাবটি।
২৭ বছর বয়সী র্যামসডেল গত বছর আগস্টে আর্সেনাল থেকে ১৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটনে যোগ দেন। যদিও দলটির জন্য মৌসুমটি ছিল ভীষণ হতাশাজনক, রেলিগেশনের লজ্জায় পড়তে হয়েছে তাদের। তবে গোলপোস্টের নিচে রামসডেলের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
এবার প্রিমিয়ার লিগে ফিরেই আবার আলোচনায় এই ইংলিশ আন্তর্জাতিক। নিউক্যাসলের হয়ে ২০২৫-২৬ মৌসুমে খেলবেন তিনি। ধারের এই চুক্তির অধীনে সাউদাম্পটন একটি উল্লেখযোগ্য ফি পেয়েছে এবং রামসডেলের সম্পূর্ণ বেতনও দিচ্ছে নিউক্যাসল।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত র্যামসডেল বলেন, "এখানে আসতে পেরে আমি দারুণ খুশি। সেন্ট জেমস' পার্কে খেলতে সবসময় ভালো লাগে, যদিও আমার ফলাফল সবসময় ভালো ছিল না। কিন্তু যখন দর্শকরা গলা মেলায়, তখন এটা এক অসাধারণ জায়গা।"
নিউক্যাসল কোচ এডি হাওয়ের অধীনে র্যামসডেলের প্রিমিয়ার লিগ অভিষেক হয়েছিল ২০১৯ সালে বোর্নমাউথে। হাওয়ের সঙ্গে পুরনো সম্পর্কই এবারও বড় প্রেরণা হয়ে দাঁড়ায় তার জন্য।
এ ব্যাপারে অ্যারন বলেন, "ম্যানেজার ও কোচিং স্টাফের সঙ্গে আবার কাজ করতে পারা আমার জন্য দারুণ ব্যাপার। হাও আমাকে একজন ফুটবলার থেকে প্রকৃত প্রফেশনাল বানিয়েছিলেন। তার দিকনির্দেশনা আমার ক্যারিয়ারে বিশাল ভূমিকা রেখেছে।"
নিউক্যাসল কোচ এডি হাও বলেন, "অ্যারন একজন অসাধারণ গোলরক্ষক, যার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মান আমাদের দলে নতুন মাত্রা যোগ করবে। আমি জানি, সে মাঠের ভেতরে-বাইরে কী দিতে পারে। আমরা তাকে দলে পেয়ে সত্যিই খুশি।"
বর্ণাঢ্য ক্যারিয়ারে র্যামসডেল এরই মধ্যে ১৮৩টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন বেশ কয়েকবার। নিউক্যাসলে তার আগমন মানে শক্তিশালী স্কোয়াড গঠনের আরেক ধাপ।
আরও পড়ুন: