ওয়াটকিনস, সেসকোকে দলে ভেড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৫:২৬

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩৬

শেয়ার

ওয়াটকিনস, সেসকোকে দলে ভেড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড
অলি ওয়াটকিনস ও বেনজামিন সেসকো (বাম থেকে)। ছবি: সংগৃহীত।

দলবদলের মৌসুমের শেষদিকে এসে একজন মানসম্পন্ন সেন্টার ফরোয়ার্ড খুঁজে চলেছে ইউনাইটেড। ট্রান্সফার উইন্ডো প্রায় শেষের পথে, কিন্তু এখনো একজন ক্লিনিক্যাল স্ট্রাইকার খুঁজছে রেড ডেভিলরা। ম্যানেজার রুবেন আমোরিমের দলের এই মুহূর্তে তীক্ষ্ণ নজর অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিনস এবং আরবি লাইপজিগের বেনজামিন সেসকোর ওপর। 

 

হুগো একিতিকে লিভারপুলে যোগ দেওয়ার পর ও ইয়োয়োকেরেশ আর্সেনালে চলে যাওয়ার ফলে ম্যানইউর সামনে অপশন ফুরিয়ে এসছে। তাই ওয়াটকিনস ও সেসকোকে দলে ভেড়াতে মরিয়া । তবে দুইজনের ক্লাবের কাঙ্ক্ষিত ট্রান্সফার ফি ইউনাইটেডের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। যদিও দুই প্লেয়ারের এজেন্টদের সঙ্গে রেড ডেভিল কর্তৃপক্ষের প্রাথমিক আলোচনা হয়েছে।

 

২৯ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে ১৯ গোল করে নিজের নাম আরও জোরালো করেছেন। আর্সেনাল আগে তার জন্য ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল, যা ভিলা ফিরিয়ে দেয়। ইউনাইটেড চাইছে একটু কমে, ৪৫ মিলিয়নের মতো বাজেটেই কাজ সারতে। তবে ভিলা বলছে, তারা ওয়াটকিনসকে ছাড়বে না।

 

ভিলা আপাতত ওয়াটকিনসকে ছাড়ার কোনো পরিকল্পনায় নেই, তবে ইউনাইটেডের বিশ্বাস—সঠিক প্রস্তাব পেলে দৃশ্যপট বদলাতেও সময় লাগবে না।

 

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্লোভেনিয়ান ফরোয়ার্ড সেসকোকে অনেকেই ক্লাসিক টার্গেটম্যান হিসেবে ভেবে বসতে পারেন। তবে বাস্তবে তিনি একজন টেকনিক্যালি সাউন্ড ও মুভমেন্ট-বেইজড স্ট্রাইকার, যিনি ফিনিশিংয়ের পাশাপাশি বল পজিশনিং, স্পেস তৈরি আর লিংক-আপ প্লেতেও দক্ষ।

 

গত মৌসুমে তিনি আরবি লাইপজিগের হয়ে ৪৫ ম্যাচে করেছেন ২১ গোল। দেশের হয়েও ইতোমধ্যে ১৬ গোল করে ফেলেছেন, বয়স মাত্র ২২।

 

তবে সেসকোর ওপর নিউক্যাসলেরও নজর। যদিও ইউনাইটেড আত্মবিশ্বাসী, আলোচনায় এগিয়ে গেলে সেসকো আসবে ওল্ড ট্র্যাফোর্ডেই।

 

তবে এখন প্রশ্ন - অলি ওয়াটকিনসকে ভিলা শেষমেশ ছাড়বে কি? নাকি ইউনাইটেড সেসকোর জন্য লাইপজিগের কঠিন শর্তের মুখোমুখি হবে? দেখা যাক শেষ হাসি কে হাসে।