আনুষ্ঠানিকতা সম্পন্ন, ৮৫ মিলিয়নে আর্সেনালে ভিক্টর ইয়োকেরেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৭:০৫

আপডেট: ২৭ জুলাই, ২০২৫ ১৭:০৬

শেয়ার

আনুষ্ঠানিকতা সম্পন্ন, ৮৫ মিলিয়নে আর্সেনালে ভিক্টর ইয়োকেরেশ
৮৫ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে আর্সেনালে ভিক্টর ইয়োকেরেশ। ছবি: সংগৃহীত।

যেন কেবল সময়ের অপেক্ষা ছিল—সবকিছুই ছিল নিশ্চিত, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেশকে দলে টানার খবর নিশ্চিত করেছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে প্রায় ৬৩ মিলিয়ন ইউরো ফি এবং ১০ মিলিয়ন ইউরো সম্ভাব্য অ্যাড-অনসহ মোট ৭৩ মিলিয়ন ইউরো, যা প্রায় (৮৫ মিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি) বিশাল চুক্তিতে তাকে দলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।

 

২৭ বছর বয়সী এই স্ট্রাইকার পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর্সেনালের সঙ্গে। তাকে দেওয়া হয়েছে কিংবদন্তি থিয়েরি অঁরির বিখ্যাত ১৪ নম্বর জার্সি। গত মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করে ইউরোপীয় লিগে নিজের ভয়ঙ্কর গোলমেশিন পরিচয় দেন ইয়োকেরেশ।

 

সাম্প্রতিক তিন মৌসুমে ভিক্টর ইয়োকেরেশ ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করেছেন ইউরোপিয়ান ফুটবলে। ২০২২–২৩ মৌসুমে চ্যাম্পিয়নশিপ ক্লাব কোভেন্ট্রি সিটির হয়ে ২২ গোল করে দলকে প্লে-অফ ফাইনালে তুলেছিলেন। পরের মৌসুমে (২০২৩-২৪) স্পোর্টিং সিপিতে যোগ দিয়ে যেন গোলবন্যা বইয়ে দেন - ৩৯টি লিগ গোলসহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৫৪ গোল। ২০২৪–২৫ মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে পর্তুগিজ লিগের টানা দ্বিতীয়বার সর্বোচ্চ গোলদাতা হন। এই পারফর্মেন্সই তাকে এনে দিয়েছে আর্সেনালের মতো ক্লাবের আস্থা।

 

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, “ভিক্টর কেবল একজন গোলস্কোরারই নয়, তার চলাফেরা, ফিনিশিং ও শারীরিক শক্তির মাধ্যমে সে প্রতিপক্ষের জন্য সবসময়ই হুমকি। আমরা দারুণ উচ্ছ্বসিত।”

 

ইয়োকেরেশ নিজেও আশাবাদী, “ইংল্যান্ডেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখন নিজেকে প্রমাণ করার সময়। আর্সেনালের মতো বড় ক্লাবে খেলতে পারা আমার জন্য বিশাল সুযোগ।”

 

ইতোমধ্যে গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের ষষ্ঠ সাইনিং হিসেবে স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। তাকে খুব দ্রুতই দেখা যেতে পারে নতুন দলের জার্সিতে—২৭ জুলাই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে, যেটিই হতে পারে আর্সেনালের জার্সিতে ভিক্টরের অভিষেক।