শিরোনাম
.jpg)
একটি অনুশীলন সেশন পরিচালনা করার সময় মিকেল আর্তেতা করতালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। ছবি: সংগৃহীত।
প্রিমিয়ার লিগে তিন মৌসুম ধরে রানার্সআপ হলেও এবার শিরোপার জন্য প্রস্তুত—এমন আত্মবিশ্বাস নিয়ে নতুন মৌসুম শুরু করতে চায় আর্সেনাল। কোচ মিকেল আর্তেতা মনে করছেন, ২০২৫ মৌসুমে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে শিরোপার লড়াইয়ে, আর তার দলও থাকবে সবার সামনের সারিতে।
সিঙ্গাপুরে প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্প্যানিশ কোচ বলেন, “দলে অভিজ্ঞতা, পরিণত বোধ, তারুণ্য, ক্ষুধা—সবকিছুর ভারসাম্য এখন অনেক ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতির চেষ্টা করছি। আমার মনে হয়, এবার আমরা আরও এক ধাপ এগিয়ে বড় কিছু জয়ের পথে আছি।”
গ্রীষ্মের দলবদলে কেপা আরিসাবালাগা, মার্তিন সুবিমেন্দি ও ক্রিস্তিয়ান নোয়াগোর মতো খেলোয়াড় এনে স্কোয়াডে নতুন গতি এনেছে আর্সেনাল। আর্তেতা জানালেন, “যা কিছু আমাদের নিয়ন্ত্রণে, সেগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। কারণ লিগে ৬–৮টি দল এমন আছে, যারা শিরোপার দাবিদার। তীব্র প্রতিযোগিতার মধ্যেই এগোতে হবে আমাদের।”
গত নয় মৌসুমে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি মিলে ভাগ করে নিয়েছে সব শিরোপা। এবারও দলগুলো ট্রান্সফারে বড় বিনিয়োগ করেছে। তবে নিজের দল নিয়ে আশাবাদী আর্তেতা বলেন, “হ্যাঁ, আমাদের সব উপাদান আছে। প্রতি বছরই লড়াই কঠিন হচ্ছে। আমরাও চাই, বড় স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নের সবরকম চেষ্টা করি।”
সিঙ্গাপুরে সফরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আর্সেনাল মাঠে নামবে এসি মিলানের বিপক্ষে। নতুন মৌসুম শুরুর আগে এটিই হবে তাদের প্রথম বড় পরীক্ষা। শিরোপা ক্ষুধা, ভারসাম্যপূর্ণ স্কোয়াড আর অভিজ্ঞতার মিশেলে এবার কি ইতিহাস বদলাবে আর্সেনাল? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিন।
আরও পড়ুন: