শিরোনাম
.jpg)
লা লিগা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেলনালে যোগ দিলেন মার্তিন সুবিমেন্দি। ছবি: রয়টার্স
মাঝমাঠে ঘাটতি পূরণে বড়সড় এক চুক্তি সম্পন্ন করল আর্সেনাল। স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দিকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।
রবিবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও আর্থিক বিবরণ প্রকাশ করেনি আর্সেনাল, তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ছিল ৬০ মিলিয়ন ইউরো।
এটি চলতি গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের দ্বিতীয় বড় চুক্তি। এর আগে গোলকিপার কেপা আরিজাবালাগাকে দলে নিয়েছেন মিকেল আর্তেতা। গত তিন মৌসুম ধরে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া দলটিকে এবার চ্যাম্পিয়ন করতেই এমন শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যে এগোচ্ছেন স্প্যানিশ কোচ।
জুবিমেন্দি নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, "এটা আমার ক্যারিয়ারের এক বিশাল মুহূর্ত। আমি এই পরিবর্তনটাই চেয়েছিলাম। আর্সেনালে পা দিয়েই বোঝা যায়, ক্লাবটা কতটা বড়। এদের খেলার ধরণ আমার সঙ্গে মানিয়ে যায় এবং আমি বিশ্বাস করি, সেরা সময়টা এখনও আসেনি।"
জর্জিনিয়ো ও থমাস পার্টে চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছাড়ার পর আর্সেনালের মিডফিল্ডে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, জুবিমেন্দির আগমনে সেখানে দৃঢ়তা আসবে। দুর্দান্ত ট্যাকলিং, পজিশনাল সেন্স ও খেলার গতি নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা তাকে করে তুলেছে 'নাম্বার সিক্স' পজিশনের আদর্শ খেলোয়াড়। এতে করে আর্সেনালের বর্ষসেরা খেলোয়াড় ডেক্লান রাইস এবার আরও এগিয়ে খেলার সুযোগ পাবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাশে।
স্পেন জাতীয় দলের হয়েও গত এক বছরে নজরকাড়া পারফরম্যান্স করেছেন জুবিমেন্দি। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পাওয়া রদ্রির বদলে নেমে শিরোপা নিশ্চিত করেছিলেন। চলতি মাসেই নেশন্স লিগ ফাইনালে পর্তুগালের বিপক্ষে গোলও করেন, যদিও টাইব্রেকারে হেরে যায় স্পেন।
আর্সেনালের জন্য ইতিবাচক দিক হলো, মৌসুম শুরুর আগেই তাকে পাওয়া যাচ্ছে। ফলে কঠিন সূচির শুরুতেই—ম্যান ইউনাইটেড, লিভারপুল, ম্যানসিটি ও নিউক্যাসলের বিপক্ষে ম্যাচগুলোর জন্য তাকে প্রস্তুত করতে পারবেন আর্তেতা। এখন দেখার, শক্তিশালী এই স্কোয়াড এবার আর্সেনালকে বহুদিনের অপেক্ষার পর প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিতে পারে কিনা।
আরও পড়ুন: