আয়ারল্যান্ড সিরিজেই শততম টেস্ট খেলবেন মুশফিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২৫

শেয়ার

আয়ারল্যান্ড সিরিজেই শততম টেস্ট খেলবেন মুশফিক
বাংলাদেশের সবেচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক বিশেষ অধ্যায় লেখার অপেক্ষায় মুশফিকুর রহিম। দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলা এই ব্যাটার শিগগিরই পা রাখতে যাচ্ছেন অভূতপূর্ব এক মাইলফলকে, শততম টেস্ট। বর্তমানে তার নামের পাশে রয়েছে ৯৮ টেস্ট ম্যাচ।

 

দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, কার বিপক্ষেই বা আসবে এই মহামুহূর্ত? অবশেষে পরিষ্কার হলো ছবিটা। আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরের সিরিজেই পূর্ণতা পেতে চলেছে মুশফিকের টেস্ট ক্যারিয়ার। ইএসপিএন ক্রিকইনফোর খবরে জানা যায়, সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেটে ১১ নভেম্বর থেকে। আর দ্বিতীয় টেস্ট, যা শুরু হবে ১৯ নভেম্বর, সেখানেই ইতিহাস গড়বেন মুশফিক। প্রথমে শোনা গিয়েছিল আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ আয়োজনের চিন্তা করছে, তবে তাদের সম্মতির পর টেস্ট খেলার বিষয়টি নিশ্চিত হয়।

 

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি একমাত্র বাংলাদেশি ব্যাটার, যার টেস্ট রান ছয় হাজার ছাড়িয়েছে। তার সেরা ইনিংস ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, অপরাজিত ২১৯ রানের সেই ইনিংস আজও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

 

আয়ারল্যান্ড সিরিজ শেষে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায় হবে দুই দলের টি–টোয়েন্টি লড়াই। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে বাংলাদেশে। অক্টোবরের ১৮, ২০ ও ২৩ তারিখে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর টি–টোয়েন্টিগুলো খেলবে ২৭ ও ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। ডিসেম্বর ও জানুয়ারিতে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, তবে মাঠ গরম রাখবে বিপিএল।