শিরোনাম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ (১৩ সেপ্টেম্বর) মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে লড়াই। টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে লঙ্কানরা, আর তাতে অবশেষে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। এবার দেখা যাবে, পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের দীক্ষা কতটা কাজে লাগাতে পারে টাইগাররা।
এটি শ্রীলঙ্কার প্রথম ম্যাচ হলেও বাংলাদেশের দ্বিতীয়। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এসেছে তাসকিন আহমেদের বদলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথে বরাবরই থাকে বাড়তি উত্তেজনা। ২০১৮ নিদাহাস ট্রফির নাগিন ডান্স থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপের টাইমড আউট কাণ্ড, প্রতিটি ঘটনাই এ লড়াইকে রাইভালরিতে পরিণত করেছে।
তবে আজকের ম্যাচ শুধু রোমাঞ্চের জন্য নয়, সুপার ফোরের সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। জিততে পারলে টাইগাররা অনেকটাই এগিয়ে যাবে পরের রাউন্ডের পথে, হারলে সুযোগ থাকলেও হবে আরও কঠিন। মাঠের ভেতর যেমন লড়াই হবে, তেমনি বাইরে সমর্থকদের আবেগও যোগ করবে বাড়তি মাত্রা।
একনজরে দুই দলের একাদশ :
শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।
বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: