শিরোনাম

ভারতের দিলীপ ট্রফির ম্যাচ চলাকালীন একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ঋষভ পান্তের ভাঙা পা নিয়েও ব্যাট করতে নামার ঘটনাই মূলত গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের বদলি খেলোয়াড় নামানোর প্রসঙ্গকে সামনে এনেছিল। গৌতম গম্ভীর এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস তাতে সায় দেননি। তবে সম্প্রতি আইসিসি ঘরোয়া ক্রিকেটে এই নিয়মের ট্রায়াল চালুর পরামর্শ দেয়। সেই ধারাবাহিকতায় দিলীপ ট্রফিতে প্রথমবারের মতো গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের বদলি নেমেছেন সৌরভ নাওয়াল।
ঘটনাটি ঘটে ওয়েস্ট জোন ও সেন্ট্রাল জোনের মধ্যকার দিলীপ ট্রফির সেমিফাইনালে। প্রথম ইনিংসে মাত্র ১ রান করার পর উইকেটকিপিং করতে গিয়ে উরুর চোট পান হার্ভিক দেশাই। চোটের কারণে আর খেলতে না পারায় তাকে হারাতে হয় ওয়েস্ট জোনকে। অন্যদিকে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে তোলে ৬০০ রান এবং পায় ১৬২ রানের লিড।
হার্ভিকের জায়গায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেন সৌরভ নাওয়াল। এভাবেই নতুন নিয়মে বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ পান তিনি। এর আগে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে পান্তের ইনজুরি অনেক সাবেক ক্রিকেটারকে বদলি নিয়ম চালুর আহ্বান জানাতে উদ্বুদ্ধ করেছিল। সবার আগ্রহের পরিপ্রেক্ষিতেই আইসিসি ঘোষণা দেয় যে পূর্ণ সদস্য দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুতর চোটের ক্ষেত্রে ফুল টাইম বদলি নামানো যাবে। সেই নিয়মই চালু করেছে বিসিসিআই ২০২৫-২৬ মৌসুম থেকে।
মহারাষ্ট্রের এই উইকেটকিপার ব্যাটার সৌরভ সুযোগ পেলেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। সারাংশ জৈনের অফ স্পিনে আউট হওয়ার আগে ৩১ বলে করেন মাত্র ৯ রান। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড পাওয়ায় ফাইনালে জায়গা করে নিয়েছে সেন্ট্রাল জোন। সেখানে তাদের প্রতিপক্ষ সাউথ জোন।
আরও পড়ুন: