শিরোনাম

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপ ২০২৫ ঘিরে সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের নেতৃত্বে রাখা হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
একাদশ বাছাইয়ের ক্ষেত্রে দুটি শর্ত রেখেছিল ক্রিকইনফো। কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং খেলোয়াড়দের সব ধরনের টি-টোয়েন্টির পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি, একটি দেশ থেকে সর্বোচ্চ চারজনকে নেওয়ার নিয়মও রাখা হয়েছিল। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য জায়গা পাওয়া সাকিব শুধু জাতীয় দলে নয়, বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগেও ছাপ রেখেছেন ধারাবাহিকভাবে।
ভারত থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি এবং জাসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কা থেকেও আছেন তিনজন সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা। অন্যদিকে পাকিস্তান থেকে অন্তর্ভুক্ত হয়েছেন শহীদ আফ্রিদি ও উমর গুল, আফগানিস্তান থেকে রশিদ খান।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের সাঈদ আজমলকে। যদিও আলোচনায় ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও, তবে চূড়ান্তভাবে আজমলকেই বেছে নেওয়া হয়েছে।
এক নজরে সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশটি হলো : সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।
আরও পড়ুন: