পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৯

শেয়ার

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে নিহত ১
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় ক্রিকেট মাঠে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত একজন, আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে। খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।

 

পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে হামলাটি চালানো হয়। তাঁর দাবি, বিস্ফোরণটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মাঠের আকাশ, আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন মানুষজন।

 

পুলিশ আরও জানায়, বিস্ফোরণের কিছুক্ষণ পর হামলাকারীরা কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় আঘাত হানার চেষ্টা করেছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

 

এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সঙ্গে এ হামলার যোগ থাকতে পারে।

 

উল্লেখ্য, গত জুলাই থেকে বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সরবকাফ’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই পাল্টা হামলায় সক্রিয় হয়েছে টিটিপি।

 

শুধু এই হামলাই নয়, এর আগে গত সপ্তাহে জেলার লাঘারাই এলাকায় একটি থানাতেও হামলা হয়েছিল। সে ঘটনায় আহত হয়েছিলেন এক পুলিশ সদস্য ও এক স্থানীয় বাসিন্দা। বিস্ফোরণে থানার পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।