সবধরণের ক্রিকেট থেকে বিদায় নিলেন অমিত মিশ্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪১

শেয়ার

সবধরণের ক্রিকেট থেকে বিদায় নিলেন অমিত মিশ্র
ভারতের লেগ-স্পিনার অমিত মিশ্র। ছবি: সংগৃহীত।

৪২ বছর বয়সে ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করা এই স্পিনার ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

 

আইপিএলের মঞ্চেও অমিতের কীর্তি কম নয়। ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট নিয়ে তিনি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ৮ম স্থানে আছেন। তার প্রতিভার ছাপ দেখা গেছে চারটি ফ্র্যাঞ্চাইজিতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লী ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লী ক্যাপিটালস) এবং বিলুপ্ত ডেকান চার্জার্সে। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত, একমাত্র ২০২২ সাল বাদে, প্রতি আইপিএল মৌসুমেই খেলেছেন তিনি।

 

সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে অমিত লিখেছেন, “আজ ২৫ বছর পর ক্রিকেট থেকে বিদায় নিলাম। যে খেলা আমার প্রথম ভালোবাসা, শিক্ষক এবং আনন্দের উৎস, এই যাত্রা ছিল আবেগ, শিক্ষা এবং ভালোবাসায় ভরা। বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সতীর্থ এবং সবচেয়ে বড় সমর্থকদের কাছে আমি চিরকৃতজ্ঞ।”

 

অমিত মিশ্রের ঘরোয়া ক্যারিয়ারও অসাধারণ। হরিয়ানার হয়ে ২০০০-০১ মৌসুমে যাত্রা শুরু, ১৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৩৫ উইকেট, ১৫২টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৫২ উইকেট এবং ২৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮৯ উইকেট্‌ সব মিলিয়ে এক অভিজ্ঞ লেগ স্পিনারের গল্প লিখে রেখে গেছেন তিনি।