“বাংলাদেশ পারবেনা, সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা-আফগানিস্তান”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৫

শেয়ার

“বাংলাদেশ পারবেনা, সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা-আফগানিস্তান”
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। ছবি: সংগৃহীত।

আসন্ন এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা নিয়েই সতর্ক বার্তা দিয়েছেন ভারতের প্রখ্যাত সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। যদিও তিনি বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেছেন, তবুও মনে করেন, বড় মঞ্চে চোকিং-এর অভ্যাস এখনও তাদের ভোগাতে পারে।

 

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, “বাংলাদেশ সম্প্রতি ভালো খেলছে। কিন্তু তারা গ্রুপ অব ডেথে আছে। শ্রীলঙ্কা, আফগানিস্তানও রয়েছে এখানে। আফগানিস্তান তো সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে। দলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে।”

 

তিনি আরও যোগ করেন, “এই গ্রুপে তাদের কাজ মোটেও সহজ হবে না। শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটোই শক্তিশালী দল। টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা সর্বশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। ওয়ানডেতে গত আসরেও ফাইনালে ছিল। তবে বাংলাদেশ কিছুটা আশা জাগানো ফর্ম দেখাচ্ছে।”

 

তবে বড় মঞ্চের অভিজ্ঞতার অভাব এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আকাশ মনে করেন, “২৭ বছরেও বড় টুর্নামেন্টে বাংলাদেশের ভালো রেকর্ড নেই। ২০০৭ সালে ভারতকে হারানো ছাড়া বড় কোনো সাফল্য নেই। রিয়াদ, সাকিবরা নেই। আমার অনুমান, এই গ্রুপ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে, আর বাংলাদেশ গ্রুপ পর্বেই বিদায় নিতে পারে।”

 

ট্যাকটিক্যাল পরামর্শও দেন তিনি। বাংলাদেশের তুলনামূলকভাবে ব্যাটিং সীমিত হওয়ায় আকাশের মতে, “বাংলাদেশের উচিত টস জিতলে আগে বোলিং নেওয়া। প্রতিপক্ষকে ১৫৫–১৬০ রানে আটকে রাখা। তারপর সেটা তাড়া করা। এভাবে খেললে সফল হওয়ার সম্ভাবনা আছে। ব্যর্থ হলে গ্রুপ পর্বেই বিদায়।”

 

শেষ পর্যন্ত আকাশ চোপড়া সতর্ক বার্তা দেন ভক্তদের জন্যও, “বাংলাদেশ জিতলে নাগিন ড্যান্স, হারলে বিদায়। বড় মঞ্চে সবসময় প্রস্তুত থাকা ছাড়া কোনো বিকল্প নেই।”