একাদশে ৫ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৭

শেয়ার

একাদশে ৫ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে আজ আগে ব্যাটিং করবে লিটনের দল। ছবি: সংগৃহীত।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে  টসে জিতেছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলে ব্যাট হাতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।

 

শেষ ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশ দল একাদশে এনেছে বড় রদবদল, মোট পাঁচটি পরিবর্তন। নতুন করে একাদশে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। সঙ্গে আছেন জাকের আলী ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর স্পিন আক্রমণে বাড়তি ভরসা দিতে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

 

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

 

এ সিরিজে ইতোমধ্যেই ভিন্ন ভিন্ন কম্বিনেশনে খেলেছে টাইগাররা। শেষ ম্যাচে পাঁচ পরিবর্তন আনার সিদ্ধান্তকে অনেকে দেখছেন তরুণদের পরখ করার সুযোগ হিসেবে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হওয়া বাংলাদেশের জন্য আজকের চ্যালেঞ্জ ব্যাটিং লাইনআপে দ্রুত ছন্দ খুঁজে পাওয়া এবং নেদারল্যান্ডসের বোলারদের বিরুদ্ধে বড় সংগ্রহ গড়া।