শিরোনাম

পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি: সংগৃহীত।
পেসার হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। শারজাহতে গতকাল রাতে ম্যাচটিতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি মেডেন ওভারও করেছেন তিনি।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবে খুশি থাকার কথা রউফের। কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ঘটল উল্টো ঘটনা। ফিল্ডিং নিয়ে প্রশ্ন তুলতেই সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
সাংবাদিকেরা এই টুর্নামেন্টকে এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে আখ্যা দিতেই আপত্তি জানান রউফ। তার ভাষায়, “আন্তর্জাতিক মঞ্চে কোনো ম্যাচই প্রস্তুতির জন্য হয় না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে। আমরা সবসময় দলের পরিকল্পনা অনুযায়ী জেতার জন্যই খেলি।”
আসলে পাকিস্তানের ফিল্ডিং দুর্বলতা নিয়ে সমালোচনা নতুন নয়। বারবার ক্যাচ মিস বা সহজ ফিল্ডিংয়ে ভুল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও ‘ফিল্ডিং ভালো হয়নি’, এমন মন্তব্য শুনেই চটে যান রউফ। সরাসরি বলেন, “আমার মনে হয় আপনি ম্যাচটা মনোযোগ দিয়ে দেখেননি। আমাদের ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল, আবার দেখলে বুঝবেন।”
এর আগের দিন তিন অধিনায়কের সংবাদ সম্মেলনে আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে মন্তব্য করেছিলেন এক সাংবাদিক। ম্যাচ শেষে রউফকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি তবে আন্ডারডগ ছিল? রউফ দৃঢ় কণ্ঠে জবাব দেন, “না, কখনোই না। পাকিস্তান সবসময় ফেবারিট। আমরাই সবচেয়ে এগিয়ে।”
আগে ব্যাট করতে নেমে অধিনায়ক সালমান আগার ফিফটির ওপর ভর করে পাকিস্তান ৭ উইকেটে তোলে ১৮২ রান। জবাবে আফগানিস্তান ১ বল বাকি থাকতেই থামে ১৪৩ রানে, ফলে ৩৯ রানের জয় পায় পাকিস্তান। আজই নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে বাবরবিহীন পাকিস্তান দল।
আরও পড়ুন: