শিরোনাম

টাইগার হার্ডহিটার শামীম পাটোয়ারী। ছবি: সংগৃহীত।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তবে সিরিজ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে শামীম পাটোয়ারীকে ঘিরে অনিশ্চয়তা। সিলেটে অনুশীলন ক্যাম্পের প্রথমদিকে অসুস্থতার কারণে যোগ দিতে না পারলেও পরে দলের সঙ্গে যুক্ত হন তিনি। কিন্তু এখনও শতভাগ ফিট নন বলেই জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স আজ (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে বলেন, “পাটোয়ারী, গত পাঁচ-ছয় দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। সে অনেক অনুশীলন করেছে, আজ আমরা যা যা করেছি তার সবকিছুই সে করেছে, তাই সে ফিটনেসে ফিরে এসেছে।” তবে কোচের কণ্ঠেই স্পষ্ট ইঙ্গিত, “শামীমকে ম্যাচ ফিট হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।”
শামীমের পাশাপাশি চোটের কারণে শঙ্কা ছিল ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে। প্রস্তুতি ম্যাচে কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। কিন্তু কোচ আশ্বস্ত করে বলেন, “ইমন, হ্যাঁ, তার কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু সে ঠিক আছে। সে আজ সবকিছু করেছে, ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে।”
অন্যদিকে, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও নিয়ে আশাবাদী সিমন্স। ব্যাটিংয়ের দিকটিতে বাড়তি গুরুত্ব দিয়েছেন তিনি। “আমরা তার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি কারণ আমরা জানি সে ব্যাট করতে পারে। অলরাউন্ডারদের ক্ষেত্রে কখনো কখনো একটি দিক কাজ করে, আরেকটি করে না। তবে সাইফউদ্দিন তার ব্যাটিংকে আমরা যেমনটা জানি, সেই পর্যায়ে ফেরাতে কঠোর চেষ্টা করছে।”
সব মিলিয়ে নেদারল্যান্ডস সিরিজের আগে ইমন ও সাইফউদ্দিনকে নিয়ে দল আশাবাদী হলেও শামীমকে ঘিরে এখনো রয়ে গেছে ধোঁয়াশা।
আরও পড়ুন: