কোয়াব নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ জন নির্বাচিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৮:২০

শেয়ার

কোয়াব নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ জন নির্বাচিত
কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নু। ছবি: সংগৃহীত।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বাংলাদেশি ক্রিকেটারদের স্বার্থ রক্ষার একমাত্র সংগঠন, প্রায় এক বছর কার্যত নিস্ক্রিয় থাকার পর আবারও আলোচনায় ফিরছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে শুরু হচ্ছে কোয়াবের পুনর্জাগরণের পথচলা।

 

গত বছর আগস্টের পর থেকে সংগঠনটির কার্যক্রম কার্যত থেমে ছিল। এ অবস্থায় পুরনো কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে কোয়াব পাচ্ছে নতুন নেতৃত্ব।

 

সবচেয়ে আলোচিত হচ্ছে সভাপতি পদ। এখানে মুখোমুখি হবেন দুজন, সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। তবে এবার কোয়াবের কাঠামোয় কিছুটা পরিবর্তন এসেছে। সাধারণ সম্পাদক পদ রাখা হয়নি। নির্বাচন হবে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদে। মোট সদস্য থাকবেন নয়জন।

 

নির্বাচন নিয়ে বিসিবি প্রধান নির্বাচক ও কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “প্রায় ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুজন সভাপতি পদে লড়বেন, বাকি নয়জন সহ-সভাপতি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যেই প্রায় ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেবল সভাপতি পদেই নির্বাচন হবে।”

 

তবে কোয়াবের নতুন রূপ গঠনের পথে একটি বিতর্কও তৈরি হয়েছিল। নারী ক্রিকেটারদের সঙ্গে আলোচনা ছাড়াই কয়েকটি সভা অনুষ্ঠিত হওয়ায় সমালোচনা ওঠে। পরে পরিস্থিতি সামলাতে কার্যনির্বাহী কমিটিতে একটি পদ নারীদের জন্য সংরক্ষণ করা হয়। সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, বর্তমান জাতীয় দলের সব নারী ক্রিকেটারই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত।

 

নান্নু যোগ করেন, “বর্তমান জাতীয় দলে যারা খেলছেন, সবাই সদস্য হয়েছেন। সাবেকরা যেমন আছেন, তেমনি সক্রিয় প্রথম শ্রেণির ক্রিকেটাররাও অন্তর্ভুক্ত হয়েছেন। কেউ বাদ পড়েনি।”

 

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন পরিচালনা করবেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। ভোটার তালিকায় আছেন ২১২ জন।

 

তবে সব ক্রিকেটার ভোট দিতে পারবেন না। নিয়ম মেনে সদস্যপদ নবায়ন না করায় ভোট দিতে পারবেন না মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। আবার যারা দেশের বাইরে আছেন, যেমন ইংল্যান্ড সফরে থাকা অনূর্ধ্ব–১৯ ক্রিকেটাররা, তাদের জন্য থাকছে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ।

 

এদিকে জাতীয় দলের সদস্যরা সিলেটে নেদারল্যান্ডস সিরিজ খেলছেন। সিরিজ শেষে ঢাকায় ফিরে তারা ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ফলে প্রায় এক বছরের স্থবিরতা শেষে কোয়াব নতুন নেতৃত্ব পাচ্ছে, আর সেটিই হয়তো ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমে নতুন দিক উন্মোচন করবে।