ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রাজীব শুক্লা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৬:০৫

আপডেট: ২৯ আগস্ট, ২০২৫ ১৬:০৬

শেয়ার

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রাজীব শুক্লা
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাজীব শুক্লা। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের আর মাত্র দেড় সপ্তাহ বাকি। এমন সময়ে বড়সড় পরিবর্তন এলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-তে। বয়সজনিত কারণে দায়িত্ব ছাড়তে হলো সভাপতি রজার বিনিকে, যিনি সদ্য পা রেখেছেন ৭১-এ। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত সভাপতির আসনে বসলেন সহ-সভাপতি রাজীব শুক্লা।

 

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের নিয়ম ছিল, ৭০ বছরের বেশি বয়সীরা বিসিসিআই সভাপতির পদে থাকতে পারবেন না। যদিও সাম্প্রতিক ক্রীড়া নীতি খসড়ায় এই সীমা বাড়িয়ে ৭৫ করা হয়েছে। ফলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, চাইলে বিনি আরও কিছুদিন দায়িত্বে থাকতে পারতেন। কিন্তু জটিলতা হলো  নতুন ক্রীড়া নীতি এখনো কার্যকর হয়নি, কার্যকর হতে লাগবে আরও কয়েক মাস। তাই শেষ পর্যন্ত নিয়ম মেনেই সরে দাঁড়ালেন বিনি।

 

এদিকে নতুন সভাপতি হিসেবে অভিষেক হচ্ছে রাজীব শুক্লার। আগামী বুধবার কাউন্সিল সভার মাধ্যমে যাত্রা শুরু করবেন তিনি। ওই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় থাকবে ড্রিম ১১-এর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি বাতিল এবং এশিয়া কাপের আগে নতুন স্পন্সর খোঁজা। সহ-সভাপতির দায়িত্ব থেকে সভাপতির চেয়ারে উঠলেও শুরুর পথটা শুক্লার জন্য একেবারেই সহজ হচ্ছে না।