শিরোনাম

বামে জস বাটলার ও দানে ঋষভ পান্ত। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডে চলছে দ্য হানড্রেডের পঞ্চম আসর। এই টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন জস বাটলার। কদিন আগে ওল্ড ট্রাফোর্ডে অনুশীলনের ফাঁকে তাঁকে ডেকে নেয় তাঁর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের ভিডিও প্ল্যাটফর্ম ল্যাঙ্কস টিভি। সেখানে বাটলারকে দেওয়া হয় সমসাময়িক ৫ সেরা উইকেটকিপার বেছে নেওয়ার দায়িত্ব।
এই খেলায় ব্যবহৃত হয় ব্লাইন্ড র্যাঙ্কিং পদ্ধতি—যেখানে খেলোয়াড় জানেন না কোন নাম কবে আসবে, শুধু নাম শোনার পর নম্বর ঠিক করতে হয়। বাটলার যেভাবে র্যাঙ্কিং করেছেন, তা নিয়ে ধোনি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, তিনি ধোনিকে রেখেছেন চার নম্বরে।
বাটলারের তালিকায় এক নম্বরে ঋষভ পান্ত, দুইয়ে কুইন্টন ডি কক, তিনে এবি ডি ভিলিয়ার্স, চার নম্বরে ধোনি এবং নিজেকে রেখেছেন পাঁচে। নাম শোনার সময় খানিক বিভ্রান্তও হয়েছিলেন তিনি। বিশেষ করে ডি ভিলিয়ার্সের নাম আসার পরই স্বীকার করেন, “এখানে আমি গোলমাল করে ফেলেছি।”
ধোনিকে নিচে রাখলেও অতীতে এই ভারতীয় কিংবদন্তির প্রশংসায় বাটলার বহুবার মুখর হয়েছেন। ধোনি শুধু গ্লাভস হাতে নয়, অধিনায়কত্ব ও ব্যাট হাতে অসাধারণ ভূমিকা রেখেছেন। বজ্রগতির স্টাম্পিং, চাপের মুখে শান্ত স্বভাব আর বিশ্বজয়ের কৃতিত্ব তাঁকে ইতিহাসের সেরা কিপার-অধিনায়কদের একজন বানিয়েছে। ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র অধিনায়ক, যিনি সব ধরনের বিশ্বশিরোপা জিতেছেন।
জস বাটলারের চোখে সেরা ৫ উইকেটকিপার
১. ঋষভ পান্ত
২. কুইন্টন ডি কক
৩. এবি ডি ভিলিয়ার্স
৪. মহেন্দ্র সিং ধোনি
৫. জস বাটলার
আরও পড়ুন: