শিরোনাম

প্রতীকী ছবি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটে এক প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ঘটে গেছে চরম মর্মান্তিক ঘটনা। বল করার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ হয়েছে রক্তাক্ত ঘটনায়, প্রাণ হারিয়েছেন দলের অধিনায়কসহ দুই ভাই, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন তাঁদের চাচা।
গুজরাট পুলিশ জানায়, এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে ম্যাচ চলাকালে এক খেলোয়াড় ওভার না পেয়ে ক্ষুব্ধ হয়ে বন্দুক হাতে ঝাঁপিয়ে পড়েন। তার গুলিতে অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই এবং চাচা আহত হন। ঘটনাস্থলেই মারা যান ফখর ইকবাল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় ভাই ও চাচাকে। তবে সপ্তাহজুড়ে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে আজ (২৫ আগস্ট) ইকবালের ভাইও জীবন হারিয়েছেন।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আকস্মিক এ হত্যাকাণ্ডে স্থানীয় ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষদের মনে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন: