শীঘ্রই এমকেএস ব্যাটে খেলবেন সাকিব: ইমরুল কায়েস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১২:৩২

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ১২:৩৩

শেয়ার

শীঘ্রই এমকেএস ব্যাটে খেলবেন সাকিব: ইমরুল কায়েস
বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।

দেশি ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এমকেএস শুরু থেকেই যুক্ত আছে ইমরুল কায়েসের সাথে। সময়ের সাথে সাথে তিনি বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত করছেন।

 

এর আগে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের এমকেএসের সঙ্গে যুক্ত করেছিলেন ইমরুল। এবার টেপ টেনিস ক্রিকেটারদেরও যুক্ত করেছেন। শুধু তাই নয়, দিয়েছেন আরও বড় সুখবর, শীঘ্রই এমকেএসের ব্যাট হাতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

 

গণমাধ্যমে ইমরুল কায়েস বলেন, “সাকিবের সেপ্টেম্বরের শেষ দিকে হয়তো পুমার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। অক্টোবর থেকে তিনি এমকেএসের সঙ্গে যুক্ত হচ্ছেন।”

 

তিনি আরও জানান, এর আগে এমকেএসের সঙ্গে অনেক খেলোয়াড় যুক্ত থাকলেও সেটা ছিল অনানুষ্ঠানিক। এখন থেকে আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য তারা এমকেএসের হয়ে খেলবেন। এজন্য খেলোয়াড়দের পারিশ্রমিকও দেওয়া হচ্ছে। ইমরুলের মতে, টেপ টেনিসে সেরা ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদেরই বেছে নিয়েছে এমকেএস। সামনে বিপিএল থাকায় এই উদ্যোগ আরও গুরুত্ব পাচ্ছে।

 

ইমরুল বলেন, “অনেক খেলোয়াড় ডিলারশিপ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারা এমকেএসের মাধ্যমে নিজেদের ব্যবসা শুরু করতে চায়। আমরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি। যেভাবে টেপ টেনিস বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে, আমরা চাই এটিকে ঘিরে একটি শক্তিশালী ব্র্যান্ড গড়ে উঠুক। এর আগে কোনো কোম্পানি টেপ টেনিস ক্রিকেটারকে স্পন্সর করেনি, আমরা সেটাই শুরু করেছি। আশা করি সময়ের সাথে মানও আরও বাড়বে। একইসাথে খেলোয়াড়রা দেশের ব্র্যান্ডকেও প্রমোট করবে।”

 

বর্তমানে সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান।