টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিয়ে সাকিবের ইতিহাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ০১:৩৮

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ০১:৪২

শেয়ার

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিয়ে সাকিবের ইতিহাস
৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে সাকিবের উদযাপন। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ছুঁয়ে ফেললেন নতুন ইতিহাস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে তিনি হয়ে গেলেন বিশ্বের পঞ্চম বোলার, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। তবে ব্যাট ও বল হাতে সমানতালে পারদর্শিতা দেখিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন অনন্যভাবে, প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন।

 

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ রিজওয়ানকে নিজের বলেই ক্যাচ ধরে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। ইনিংসের পঞ্চদশ ওভারে আক্রমণে এসে ওভারের শেষ বলেই পেলেন কাঙ্ক্ষিত উইকেটটি। পরের ওভারে আরও দুই উইকেট নিয়ে শেষ করেন ২ ওভারে ১১ রানে ৩ উইকেটের দুর্দান্ত বোলিং ফিগার।

 

৩৮ বছর বয়সী সাকিব ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে পৌঁছালেন ৫০০ উইকেটের মাইলফলকে। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৫০২ উইকেট ও ব্যাট হাতে ৭ হাজার ৫০০-এর বেশি রান। এ কীর্তির ধারে কাছেও নেই আর কেউ।

 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের তালিকায় শীর্ষে আছেন আফগান স্পিনার রাশিদ খান (৬৬০)। এরপর আছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)। এই তালিকায় নতুন সংযোজন সাকিব।

 

অন্যদিকে ৪৮৭ উইকেট নিয়ে সাকিবের কাছাকাছি আছেন আন্দ্রে রাসেল, যদিও তার রান সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। তবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য দ্বৈরথে আপাতত একাই রাজত্ব করছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার।

 

শুধু বল নয়, ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সাকিব। ২ ছক্কা ও ১ চারে ১৮ বলে খেলেন কার্যকর ২৫ রানের ইনিংস, যা দলের ৭ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। ৬ ম্যাচে তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত সিপিএলের শীর্ষে উঠে এসেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

 

সাকিবের ভাষায়, “এটি বহু বছরের পরিশ্রমের ফসল। আমি গর্বিত এবং আনন্দিত এই মাইলফলক স্পর্শ করতে পেরে। তবে এখানেই থেমে যেতে চাই না, যাত্রা চলছে।”