শিরোনাম

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং এবং সংসদসদস্য প্রিয়া সরোজ। ছবি: সংগৃহীত।
ভারতের ক্রিকেটপ্রেমী ও রাজনীতিবিদদের চোখ এখন রিংকু সিং ও প্রিয়া সরোজের দিকে। একদিকে আইপিএলের উজ্জ্বল তারকা, অন্যদিকে উত্তর প্রদেশের সংসদ সদস্য, এই জুটির গল্প যেনো নতুন যুগের প্রেমকাহিনী। গত জুনে দুজন বাগদান সম্পন্ন করেছেন, আর বছরের শেষের দিকে জমকালোভাবে হবে বিয়ের আয়োজন।
২০২৩ আইপিএলে ম্যাচের শেষ পাঁচ বলে ছক্কা মেরে রাতারাতি তারকা হয়ে ওঠা রিংকু এবং গত বছর সমাজবাদী পার্টির হয়ে সংসদ নির্বাচনে জেতা প্রিয়া দুজনেই উত্তর প্রদেশের হলেও জেলার দিক থেকে আলাদা। রিংকুর বাড়ি আলীগড়ে, প্রিয়ার বারানসিতে। তবে তাদের পরিচয় শুরু হয়েছিল এমন সময়ে যখন কেউই পরিচিত ছিলেন না। রিংকু আইপিএলে তারকা ছিলেন না, প্রিয়াও সংসদ নির্বাচনে দাঁড়াননি।
দুই জনের প্রথম যোগাযোগের মাধ্যম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। রিংকু জানান, “প্রিয়ার ছবি প্রথম দেখার পর মনে হলো, হ্যাঁ, এই মেয়েটাই পারফেক্ট। ভাবলাম মেসেজ করব, আবার ভাবলাম, না, সেটা ঠিক হবে না।”
পরবর্তীতে প্রিয়ার কিছু ছবি লাইক করায় রিংকু সাহস পান এবং ইনস্টাগ্রামে মেসেজ পাঠান। “সঙ্গে সঙ্গেই উত্তর এল। আমরা কথা বলা শুরু করি, এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পর থেকে নিয়মিত চ্যাট শুরু হলো। আইপিএল ম্যাচে যাওয়ার আগে কথা বলতাম, সেই সময়ই প্রেমের অনুভূতি গড়ে উঠল।”
প্রিয়ার পরিবার আগেই রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা তুফান সরোজ তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মাছলিশহর থেকে প্রিয়াকে প্রার্থী করা হয়। তিনি বিপুল ভোটে জয়ী হয়ে দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হন। রিংকু স্মৃতিচারণায় বলেন, “নিউইয়র্কে থাকাকালীন রাতের মধ্যে খবর পেলাম। ২৫ বছর বয়সে এমপি হওয়া সত্যিই দারুণ আনন্দের।”
সংসদ সদস্য হওয়ার পর প্রিয়ার মধ্যে কোনো পরিবর্তন দেখা গিয়েছে কি না জানতে চাইলে রিংকু বলেন, “পরিবর্তন না, শুধু এখন আমাদের কথোপকথন কম হয়েছে। তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত, গ্রামে ঘুরছেন, মানুষকে সাহায্য করছেন, সংসদে সেশন চলেছে। এখন দিনে কম কথা হয়, রাতে একটু বেশি।”
এই বছরের নভেম্বরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে দুজনের পছন্দের ভিন্নতা রয়েছে, প্রিয়া চাইছেন সুইজারল্যান্ড, রিংকু স্বপ্ন দেখছেন নরওয়েতে। “নরওয়ে অনেক সুন্দর। অনেক ভ্লগ দেখি, সেখানে ভ্রমণটা দারুণ মনে হয়েছে,” বললেন রিংকু।
আরও পড়ুন: