শিরোনাম

বলিউড 'কিং খান'-এর সঙ্গে ক্রিকেটার রিংকু সিং। ছবি: সংগৃহীত।
ভারতের জাতীয় ক্রিকেটার রিংকু সিং এবং প্রিয়া সরোজের পারিবারিক বাগদানের আংটি বদল হয়েছে ৮ জুন। অনুষ্ঠানে ক্রিকেট ও রাজনৈতিক মহলের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান আমন্ত্রণ পেয়েও ব্যস্ত শুটিং শিডিউলের কারণে আসতে পারেননি। তবে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইশোর উপস্থিত ছিলেন। রিংকু বলেছেন, “বিয়েতেও শাহরুখ স্যারকে আমন্ত্রণ জানিয়েছি। দেখা যাক উনি আসেন কি না।” ২০২৩ সালে গুজরাট টাইটানসের বিপক্ষে কলকাতাকে জেতাতে রিংকু টানা পাঁচ ছক্কা মারার পর শাহরুখ প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুধু উপস্থিত হবেন না, নাচবেনও। সেই ভরসাতেই বিয়েতে কিং খানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন রিংকু।
কিছুদিন আগে রিংকু-প্রিয়ার বিয়ে পেছানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। রিংকুর ব্যস্ত সূচি ও ঘরোয়া ক্রিকেটের কারণে নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিবাহ অনুষ্ঠান হতে পারে। তবে রিংকু নিশ্চিত করেছেন, চলতি বছরেই বিয়েটা সারবেন। তিনি বলেন, “আশা করছি এ বছরই হবে। ঘরোয়া মৌসুমও দ্রুত শুরু হবে। পরিবারের পরিকল্পনা নভেম্বরের কথা বলেছিল, তবে আমি নিশ্চিত নই। দেখা যাক।”
বর-কনের উভয় পরিবারের মূল ঠিকানা ভারতের উত্তর প্রদেশে। মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু আলিগড়ের সন্তান, আর প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির এমপি প্রিয়ার বেনারসের কন্যা। প্রিয়া সরোজ রাজনীতিতে গত বছর যোগ দিয়েছেন। জৌনপুর জেলার মাছলিশহর আসনে বিজেপির বর্ষীয়ান নেতাকে ৩৫ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁর বাবা তুফানি সরোজও উত্তর প্রদেশের কেরাকাট আসনের তিনবারের এমপি।
রিংকু বর্তমানে উত্তর প্রদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। সম্প্রতি সেখানে তিনি একটি সেঞ্চুরি করেছেন। এছাড়া ভারতের এশিয়া কাপের দলেরও অংশ তিনি।
বাগদানের এই আংটি বদলের অনুষ্ঠান ঘিরে ক্রিকেট, রাজনীতি এবং বলিউড মিলেমিশে এক ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিং খানের উপস্থিতি না থাকলেও অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাসের ছোঁয়া ছিল। ক্রিকেট প্রেমীরা, বিশেষ করে নাইট রাইডার্সের ভক্তরা, কিং খানের উপস্থিতি দেখতে চাইছিলেন, যা এখনো অপেক্ষার বিষয়।
আরও পড়ুন: