২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কোন দেশে কতগুলো ম্যাচ?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১২:৪৭

শেয়ার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কোন দেশে কতগুলো ম্যাচ?
তিন দেশের ৮ শহরে অনুষ্ঠিত হবে ২০২৭ বিশ্বকাপ। ছবি: সংগৃহীত।

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ভক্তদের জন্য হবে এক বিশেষ মাইলফলক। দীর্ঘ সময় পর নিজেদের মাটিতে এই আসর আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, যেখানে তিনটি দেশ যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করবে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। যদিও পুরো সূচি এখনো প্রকাশ করা হয়নি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) জানিয়েছে কোন দেশে কতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

২০২৭ সালের আসরে অংশ নেবে আগের আসরের মতোই ১০ দল। ৫৪ ম্যাচের এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। মোট ৪৪টি ম্যাচের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, যেখানে আটটি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই শহরগুলো হলো জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, গেবেহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল। যদিও কোন মাঠে কতগুলো ম্যাচ হবে তা এখনও নিশ্চিত নয়। বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের সময় এই তথ্য জানা যাবে। বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে।

 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) তারা জানিয়েছে, স্থানীয় একটি সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে, যার নেতৃত্বে আছেন সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। সিএসএর চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেছেন, “দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য এবং সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।”

 

দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন দীর্ঘ ১৮ বছর পর হবে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়েছিল, ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। এরপর দীর্ঘ সময় কোনো আইসিসি টুর্নামেন্ট দেশটিতে হয়নি। অবশ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে ফেরার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা আবার আন্তর্জাতিক ক্রিকেটের মূল মঞ্চে ফিরে আসছে।

 

এদিকে, ক্রিকেটপ্রেমীদের স্মরণে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, যা ভারতের মাটিতে আয়োজন করা হয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এই আসরের সাফল্য নতুন দিকনির্দেশনা দিয়েছে ভবিষ্যতের বিশ্বকাপ আয়োজনের জন্য। ২০২৭ সালের আসরকে ঘিরে ক্রিকেটবিশ্বের প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে, যেখানে প্রতিটি ম্যাচের উত্তেজনা ও স্থানীয় সংস্কৃতির প্রদর্শন একই সঙ্গে হবে।

 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এই আয়োজনের মাধ্যমে শুধু খেলার মান বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে না, পাশাপাশি দেশের পর্যটন, সংস্কৃতি এবং ক্রিকেটের জনপ্রিয়তাও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চাইছে। আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) ও আঞ্চলিক কর্তৃপক্ষের সহযোগিতায় টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে দেশটি।