ক্রিকেটারদের জন্য আসছে ‘ব্রঙ্কো’ ফিটনেস পরীক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৫:৪৭

শেয়ার

ক্রিকেটারদের জন্য আসছে ‘ব্রঙ্কো’ ফিটনেস পরীক্ষা
ক্রিকেটারদের নতুন চ্যালেঞ্জ ‘ব্রঙ্কো’ ফিটনেস পরীক্ষা। ছবি: সংগৃহীত। 

ক্রিকেটে এবার যুক্ত হচ্ছে ব্রঙ্কো ফিটনেস পরীক্ষা। ভারতের সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। পাঁচ টেস্টের সিরিজে মোহাম্মদ সিরাজ ছাড়া অন্য কোনো ফাস্ট বোলার পুরো সিরিজ খেলতে পারেননি। জাসপ্রিত বুমরাহ খেলেছেন মাত্র তিনটি টেস্ট। এই সমস্যা নিরসনে আমেরিকার ‘রাগবি’ স্টাইলে করানো হচ্ছে ‘ব্রঙ্কো’ ফিটনেস পরীক্ষা।

 

ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু এবং সাবেক ব্যাটার ও কোচ গৌতম গম্ভীর যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন, খেলোয়াড়দের মাঠে আরও বেশি দৌড়ানো হবে। জিমে সময় কাটানোর পরিবর্তে ফাস্ট বোলারদের মাঠে শক্তি, সহনশীলতা ও দ্রুতগতি বাড়ানোই লক্ষ্য।

 

ব্রঙ্কো টেস্টে প্রথমে ২০ মিটার দৌড়ে স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হবে, এরপর ৪০ মিটার এবং ৬০ মিটার দৌড়। এটি এক সেট, এবং খেলোয়াড়কে একে পাঁচবার সম্পন্ন করতে হবে। অর্থাৎ মোট ১,২০০ মিটার দৌড়। পাঁচ মিনিটের মধ্যে পুরো পরীক্ষা শেষ করতে হবে।

 

দলের সূত্র জানিয়েছে, বার্ষিক চুক্তিভুক্ত ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই কেউ কেউ বেঙ্গালুরুতে এই পরীক্ষা দিয়েছেন। কোচরা লক্ষ্য করছেন, ফাস্ট বোলাররা জিমে বেশি সময় কাটাচ্ছেন, মাঠে পর্যাপ্ত দৌড় হচ্ছে না। লে রু এবার তার ব্যতিক্রম ঘটাতে চান। 

 

জুন মাসে লে রু ভারতীয় দলের ফিটনেস কোচ হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি দেড় বছর ভারতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসেও ফিটনেস কোচ হিসেবে অভিজ্ঞতা রয়েছে।